সোমবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢামেকের নতুন ভবনের দিকে এ ঘটনা ঘটে।
নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মাহবুব ও সাইদুল জানান, দায়িত্বরত নার্সের সহযোগিতায় সরকারি ওষুধ বিক্রি করা হয়েছে। আমাদের সন্দেহ হলে রোগীর প্লাস্টিকের বালতি চেক করে তাতে ভাতের ভেতর থেকে প্রায় ১২ হাজার টাকা মূল্যের সরকারি ওষুধ পাওয়া যায়। পরে দুই নার্স ও রোগীকে হাসপাতাল প্রশাসনিক ব্লকের পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।
ঢামেক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
জানা যায়, অভিযুক্ত ওই দুই নার্সকে দায়িত্বরত আনসার সদস্যরা হাসপাতালের পরিচালকের কক্ষে রেখে আসার কিছুক্ষণ পর ওই দুই নার্স পরিচালকের কক্ষ থেকে বেরিয়ে ঢামেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক কারিমা খাতুনের কক্ষে গিয়ে মুচলেকা লিখে পরিচালকের কাছে জমা দেন।
হাসপাতালের কয়েকজন নার্স বলেন, প্রায়ই এমন ঘটনা ঘটে ঢামেকে। সরকার যেখানে গরিব, অসহায় রোগীদের জন্য ওষুধ ও ইনজেকশন ফ্রি করেছেন সেখানে কিছু অসাধু নার্স সামান্য টাকার বিনিময়ে সেগুলো রোগীর কাছেই বিক্রি করে দিচ্ছেন। এগুলো লজ্জাজনক ব্যাপার। এ চক্রে শুধু হাসপাতালের নার্সরা নয়, এর সঙ্গে ওয়ার্ড বয় এবং মেডিসিন স্টোরের বেশ কয়েকজন কর্মী জড়িত আছে।