২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

হাজারো নেতা-কর্মীর মিছিল নিয়ে জনসভায় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিব

Weekly Abhijug
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২
হাজারো নেতা-কর্মীর মিছিল নিয়ে জনসভায় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিব

চট্টগ্রাম  মহানগর প্রতিনিধি

নগরের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় হাজারো নেতা-কর্মীর মিছিলসহ অংশ নিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনপতা হাবিবুর রহমান হাবিব।

গত ৪ ডিসেম্বর রবিবার  সকালে নগরের দোস্তবিল্ডিং চত্বর থেকে মিছিল নিয়ে নিউমাকেট, বিআরটিসি বাসটার্মিনাল হয়ে জনসভাস্থলে আসেন।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যান্ডপাটির বাদ্যর তালে তালে মুহুর্মুহু স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলের অগ্রভাগে ছিল বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিসহ প্লেকার্ড।

মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনপতা হাবিবুর রহমান হাবিব বলেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজম খসরু নির্দেশনায় ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন পরার্শমে মিছিলসহ ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জননেত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়েছি আমরা। আমাদের মিছিলে প্রায় ৫ হাজার শ্রমিকলীগ ও ছিন্নমূল বস্তিবাসির সদস্যরা ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী মোটর শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগের সভাপতি মো. ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্য কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি স্বপন বিশ্বাস, কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সরকার, ভাড়াটিয়া পরিষদের মহাসচিব গোলাম মোস্তফা, শ্রমিক নেতা মূকুল, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিক, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু আহামদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোটের কার্যকরি সভাপতি মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ইকবাল হোসেন দুলাল, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জাবেদুল আলম জাবেদ, সাধারণ সম্পাদক নুরুল কবির স্বপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর, উপদেষ্টা জামাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের মহিলা নেত্রী ডলী রাণী শীল, মৌসুমী চৌধুরী, অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ইউসুফ, হুমায়ুন কবির, আবদুল হালিম আদু, মো. সাহেদ, নৌকার প্রচার মঞ্চ নির্মাতা মো. ফারুক, আবদুল কাদের, মো. আলাউদ্দিন, মো. রুবেল, মো. বাদশা প্রমূখ নেতৃবৃন্দ।

স্মরণকালের সবচেয়ে বড় এ জনসভায় লাখো নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।
সিআরবি সাত রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রচার করা হয় প্রধানমন্ত্রীর ভাষণ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031