৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের ওপর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২২
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের ওপর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

 

 

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের কার্যক্রম গতিশীল করার জন্য রয়েছে বিভিন্ন অঙ্গসংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ।।বাংলাদেশ ছাত্রলীগ তার বিভিন্ন কার্যক্রম দ্বারা আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করছে। দেশের সাধারণ মানুষকে সচেতন করছে। দেশের ও সরকারের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহনে পিছপা হচ্ছে না বাংলাদেশ ছাত্রলীগ।

এমতঅবস্থায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম দেখা যাচ্ছে।
স্থানীয় নেতাকর্মীরা জানায়, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এখন দুইভাগে বিভক্ত হয়ে আছে। যার পরিপ্রেক্ষিতে তারা একে অপরের সাথে পাল্লা দিয়ে নিজেদের স্থান বজায় রাখার জন্য বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পরেছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা এর অনুমোদিত কমিটি

এরই জের ধরে তারা পক্ষ-বিপক্ষ হয়ে ২ টি কমিটি ঘোষণা দেয়। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা একটা কমিটি ঘোষণা দেয় এবং এম.এম. রাসেল সহ-সভাপতি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ,মোঃ রাজু খান যুগ্ন সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, আমির হামজা যুগ্ন সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও আবির হোসেন আকাশ সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ মিলিত হয়ে অন্য আর একটি কমিটি ঘোষণা দেয়।

এম.এম. রাসেলসহ অন্যান্যদের অনুমোদিত
কমিটি

ঘোষণাকৃত কমিটি গুলোর পাল্টাপাল্টি কর্মসূচি চলছে যার কারনে যেকোনো সময় ই খারাপ পরিবেশ সৃষ্টি হতে পারে। জানা যায়, যারা যোগ্য ছিল, তাদের অনেককেই কমিটিতে রাখা হয় নি।

অভিযোগ পত্রিকার তদন্ত অনুসারে জানা যায়, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে থাকা আতাউর রহমান পিয়াল(সাধারণ সম্পাদক- গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ) কে কমিটি থেকে বহিষ্কার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মভুমি গোপালগঞ্জ। সেখান থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও রাজনীতির জন্ম। আর সেখানেই যদি ছাত্রলীগের এই দুর্নীতি ও অনিয়ম দেখা যায়। তাহলে সরকারের বিভিন্ন কর্মকান্ডে বিভিন্ন বাধা সৃষ্টি হবে এবং ছাত্রান্নয়নেও বাধা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন গোপালগঞ্জের বিভিন্ন নেতাকর্মী।

আসন্ন নির্বাচনে ছাত্রলীগের কার্যকারিতাকে গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের এই দুর্নীতি ও অনিয়মের বিষয় মাথায় রেখে যথাযথ পদক্ষেপ গ্রহনে গোপালগঞ্জের সাধারণ জনগন ও বিভিন্ন নেতাকর্মী অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031