৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ২

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২২
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ২

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান,১০টি দেশীয় অস্ত্র ও ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের বেলালের ছেলে মো.মনির (২৪) ও একই ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার লেদু বেপারীর ছেলে মো.রিয়াজ (২৫)। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর গ্রামের আব্দুস শহীদের বসত বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০পিস ইয়াবা দুজনকে আটক করা হয়। ওই সময় বাড়ির মালিক আব্দুস সহীদ কৌশলে পালিয়ে যায়। শহীদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031