৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

এবার শুভজন পদক -২০২১ পাচ্ছেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
এবার শুভজন পদক -২০২১ পাচ্ছেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন

এবার শুভজন পদক -২০২১ পাচ্ছেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন ।

বিশেষ প্রতিনিধি : এ বছর শুভজন পদক পাচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শুভজনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এটি প্রদান করা হচ্ছে। এছাড়া দেশের আরও পাঁচ বিশিষ্ট নাগরিককে দেওয়া হচ্ছে শুভজন গুণীজন সম্মাননা ।
দেশের শিল্প-সাহিত্য অঙ্গনে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে সেলিনা হোসেনকে এ পদক প্রদানের পাশাপাশি ‘শুভজন’ উপাধিতেও ভূষিত করা হবে।
অন্যদিকে এবারের ‘শুভজন গুণীজন সম্মাননা’ পাচ্ছেন- মোঃ শহীদুল আলম এনডিসি (সাহিত্য), ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন (নাগরিক সেবা), ইঞ্জিনিয়ার জ্যোতি প্রসাদ ঘোষ (মানবসেবা) রুমানা হক রিতা (শিক্ষা) ও মোঃ আক্তারুজ্জামান (সমাজসেবা)।
ঢাকায় এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শুভজন’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করা হবে। সেখানেই এ পদকগুলো তুলে দেওয়া হবে।
‘মানবিক মানুষ চাই’ স্লোগান নিয়ে শুদ্ধ ধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে শুভজন। শুভজন দেশীয় শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে শক্তিশালী বাহক হিসেবে কর্মময় ৯ বছর অতিক্রম করে প্রতিষ্ঠার ১০ম বছরে পদার্পণ করেছে।
দেশের সার্বিক উন্নয়নে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা বা সমাজ বিনির্মাণের বিভিন্ন শাখায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকগণকে প্রতি বছর দেওয়া হয় ‘শুভজন পদক’। বিগত ৮ বছর যাবত এ পদকগুলো দেওয়া হচ্ছে।
পদকপ্রাপ্ত ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার প্রাইজ বন্ড, শুভজনের নিজস্ব নকশার একটি ক্রেস্ট ও সনদপত্র এ পুরস্কারের অন্তর্ভুক্ত থাকে। কোন ব্যক্তি একবার ‘শুভজন পদক’ পেলে তাকে পরবর্তীতে পদকের জন্য বিবেচনা করা হবে না। প্রাথমিকভাবে শুভজন মরণোত্তর পদক দেয়ার কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শুভজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক তরুণ রাসেল।
এপর্যন্ত শুভজন পদক পেয়েছেন- কবি আসাদ চৌধুরী (২০১৪), কামাল লোহানী (২০১৫), কবি কাজী রোজী (২০১৬), ড আতিউর রহমান (২০১৭), শিল্পী মুস্তাফা মনোয়ার (২০১৮), সৈয়দ হাসান ইমাম (২০১৯) ও সৈয়দ আবদুল হাদী (২০২০)।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031