
দিনাজপুরের চিরিরবন্দরে ফ্রী ফায়ার গেম কেড়ে নিল যুবকের প্রাণ
মোঃ জসিম উদ্দিন; স্টাফ রির্পোটার:
দিনাজপুরের চিরিরবন্দরে ফ্রী ফায়ার-পাবজি গেম কেড়ে নিল তরতাজা এক যুবকের প্রাণ। চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রানীরবন্দরে বন্ধুদের সাথে ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে মিঠু (২১) নামে এক যুবকের গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে রোববার ভোরে নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে । মিঠু ওই গ্রামের মোশারফ হোসেন ছেলে ,সে তার মায়েয় সাথে বাড়িতে একাই থাকতেন ও একটি দোকানে দিনমজুর কাজ করতেন ।
স্থানীয়রা জানায় ,মিঠু দীর্ঘদিন ধরেই ফ্রী ফায়ার গেমে আসক্ত , প্রায় সব সময় বন্ধুদের সাথে সে বাজি ধরে এই গেম খেলতো ।গেমে হেরে গেলে তার মন খুব খারাপ থাকতো ,এরি জের ধরে সে রোববার ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে তার নিজের ঘড়েই আত্মহত্যা করেন বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর অফিসার্স ইনচার্জ ( ওসি) সুব্রত কুমার সরকার ।