৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রীন Blood Donate Foundation এর পূর্নাঙ্গ কমিটি গঠন

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১
দিনাজপুরের চিরিরবন্দরে গ্রীন Blood Donate Foundation এর পূর্নাঙ্গ কমিটি গঠন

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রীন Blood Donate Foundation এর পূর্নাঙ্গ কমিটি গঠন

 

মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন Blood Donate Foundation এর ২১ সদস্য পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

এসময় পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করেন গ্রীন Blood Donate Foundation এর নির্বাহী পরিচালক ডাঃ মোঃ ওয়াসিম উদ্দীন শাহ,ব্যবস্থাপনা পরিচালক এভারগ্রীন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

তিনি বলেন এই ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি তালিকা প্রকাশ করা হলো সভাপতি হিসেবে মোঃ সুমন রানা ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান শান্তকে নির্বাচিত করেন‌ এছাড়াও মোঃআসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি, ৫ নং আব্দুলপুর ইউপি, মোঃ বাবুল শাহ, সহ-সভাপতি, ২ নং মন্মথপুর ইউপি, মোঃ হাসান হাসমি, যুগ্ম সাধারণ সম্পাদক,৫ নং আব্দুলপুর ইউ,পি, মোঃ আক্তারুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ নং আব্দুলপুর ইউপি, মোঃ আল-আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক,৪ নং ইসবপুর ইউপি, মোঃ সাব্বির আহমেদ সৌরভ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক,৫ নং আব্দুলপুর ইউপি, মোঃ সোহান রানা , প্রচার সম্পাদক, ৫ নং আব্দুলপুর ইউপি, মোঃলোকমান হোসেন, দপ্তর সম্পাদক,৫ নং আব্দুলপুর ইউপি, মোঃ হাসান আলী পাপন, কোষাধ্যক্ষ,৫ নং আব্দুলপুর ইউপি, মোঃ আবু সাঈদ,ধর্ম বিষয়ক সম্পাদক,৬ নং অমরপুর ইউপি, মোঃ সামিউল ইসলাম সবুজ, ক্রীড়া সম্পাদক,৮ নং সাইতাড়া ইউপি, মোছাঃ ঋতু আক্তার,মহিলা বিষয়ক সম্পাদক,৮ নং সাইতাড়া ইউপি, শ্রী লিপন রায়, সাংস্কৃতিক সম্পাদক,৫নং আব্দুলপুর ইউপি, মোঃ খুরশিদ আলম খুসবু,কার্য্যকরী সদস্য,৮ নং সাইতাড়া, মোঃ মোস্তাফিজুর রহমান,কার্যকরী সদস্য,১ নং নশরতপুর ইউপি, মোঃ আনিসুর রহমান,কার্যকরী সদস্য,সদর দিনাজপুর, মোঃ মাহাবুর মোর্শেদ মিম,কার্যকরী সদস্য,৬ নং মোমেনপুর ইউপি, মোঃ রিজভী আহমেদ,কার্যকরী সদস্য,৫ নং আব্দুলপুর ইউপি, মোঃ রাসেল রিয়াদ,কার্যকরী সদস্য,৫ নং আব্দুলপুর ইউপি এতে

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য সাবেক কর্মকর্তা ডাঃ আজমল হক,এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃ ওয়াসিফ হোসেন শাহ।

এসময় প্রধান অতিথি ডাঃ আজমল হকের হাতে কেক কেটে নতুন কমিটির পথচলা শুরু করেন গ্রীন Blood Donate Foundation পরিবার।

ডাঃ আজমল হক নতুন কমিটির কার্যক্রম দেখে অনেক প্রসংশা প্রকাশ করেন ।

ডাঃ ওয়াসিম উদ্দিন শাহ কমিটির সকল সদস্যদের কার্যক্রমে প্রসংশা করে বলেন, গ্রামের মানুষ যেন এসেবা থেকে বঞ্চিত না হয় এজন্য অনলাইনের পাশাপাশি অফলাইনে বৃদ্ধির জন্য নির্দেশন প্রদান করেন। তিনি নতুন রক্তযোদ্ধাদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান করেন, এভাবে যদি সবাই রক্তদানে আগ্রহী হয় তা হলে রক্তের অভাবে কোন রোগীর কোন সমস্যায় পড়তে না হয়।

তিনি ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে বলেন তোমরাই দেশের সম্পদ দেশকে এগিয়ে নিতে তোমাদেরকে এগিয়ে আসতে হবে সকল স্বেচ্ছামুলক কর্মকান্ডে।

আগ্রহী যারা এখনো সদস্য ফরম সংগ্রহ করেন নাই তাদের প্রধানকার্যালয় থেকে ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য বলেন।এসময় তিনি গ্রীন Blood Donate Foundation পরিবারের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031