৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ছেলেধরা গুজব প্রতিরোধে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ

অভিযোগ
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯
 মোঃ মালিক মিয়া কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সপ্তাহব্যাপী কর্মসূচির ৫ম দিনে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার (৩১ জুলাই) সচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়, রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসুচী অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের স ালনায় সচেতনতামূলক বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, সুহৃদ সমাবেশের উপদেষ্টা সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, পৌন কাউন্সিলর মো. আফজল মিয়া, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ, প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ, গাজী সালাহউদ্দিন, সুজিতা সিংহ, জ্যোৎস্না রানী সিন্হা, সুহৃদ আর কে সোমেন, সালাউদ্দিন শুভ প্রমুখ। এ সকল অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ছেলেধরা গুজব প্রতিরোধে কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের সপ্তাহব্যাপী আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসুচী কার্যকর ভূমিকা রাখবে। বক্তারা আরো বলেন, অপরিচিত কোন লোককে সন্দেহ হলে গণপিটুনী না দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিতে হবে। অথবা ৯৯৯ কল দিয়ে জানাতে হবে। বক্তারা ডেঙ্গু প্রতিরোধেও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031