৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রফেসর মাহবুবুল আলম ছিলেন গোটা ময়মনসিংহবাসীর গর্ব ও গফরগাঁয়ের কৃতি সন্তান

অভিযোগ
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০
প্রফেসর মাহবুবুল আলম ছিলেন গোটা ময়মনসিংহবাসীর গর্ব ও গফরগাঁয়ের কৃতি সন্তান

মাজহারুল ইসলাম রাজুঃ- প্রফেসর মাহবুবুল আলম একজন সৎ ও মেধাবী ব্যক্তি ছিলেন প্রফেসর মাহবুবুল আলম একজন সফল শিক্ষক শিক্ষা প্রশাসনের নাম , তার দীর্ঘ কর্মময় জীবনে বিভিন্ন সরকারি কলেজের বাংলা অধ্যাপক অদক্ষ ও শিক্ষা প্রশাসনের গুরু ত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন প্রফেসর মাহবুবুল আলম ১৯৩৬ সালে ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামে জন্মগ্রহণ করেন , তিনি ১৯৪১ সালে উথুরী প্রাথমিক বিদ্যালয় তার শিক্ষাজীবন শুরু ,১৯৫১ সালে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল থেকে তিনি এসএসসি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং আনন্দ মোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি , প্রফেসর মাহবুবুল আলম ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য অর্জন করেন।

 

১৯৫৯ সালে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে শুরু হয় প্রফেসর মাহবুবুল আলমের শিক্ষকতা জীবন ,১৯৬০ সালে যোগ দেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে এখানে তিনি দীর্ঘদিন বাংলা অধ্যাপনা করেন প্রফেসর মাহবুবুল আলম ,১৯৭০ সালে ঢাকা কলেজ এবং ১৯৭০,১৯৭২ সাল পর্যন্ত রাঙ্গামাটি সরকারি কলেজে অধ্যাপনা করেন।।।।

 

প্রফেসর মাহবুবুল আলম একজন সফল শিক্ষক শিক্ষা প্রশাসনের নাম , তার দীর্ঘ কর্মময় জীবনে বিভিন্ন সরকারি কলেজের বাংলা অধ্যাপক অদক্ষ ও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন প্রফেসর মাহবুবুল আলম ১৯৩৬ সালে ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামে জন্মগ্রহণ করেন , তিনি ১৯৪১ সালে উথুরী প্রাথমিক বিদ্যালয় তার শিক্ষাজীবন শুরু ,১৯৫১ সালে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল থেকে তিনি এসএসসি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং আনন্দ মোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি , প্রফেসর মাহবুবুল আলম ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য অর্জন করেন।

 

১৯৫৯ সালে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে শুরু হয় প্রফেসর মাহবুবুল আলমের শিক্ষকতা জীবন ,১৯৬০ সালে যোগ দেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে এখানে তিনি দীর্ঘদিন বাংলা অধ্যাপনা করেন প্রফেসর মাহবুবুল আলম ,১৯৭০ সালে ঢাকা কলেজ এবং ১৯৭০,১৯৭২ সাল পর্যন্ত রাঙ্গামাটি সরকারি কলেজে অধ্যাপনা করেন।

 

১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন তিতুমীর সরকারি কলেজে , প্রফেসর মাহবুবুল আলম ১৯৭৯,১৯৮৩ পর্যন্ত শিক্ষা ভবনে সরকারি পরিচালক হিসেবে কর্তব্যরত দেখেছেন এছাড়াও গণশিক্ষা সহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি , প্রফেসর মাহবুবুল আলম ১৯৯৪ সালে অবসর গ্রহণ করেন , অবসর গ্রহণের পর থেকে শুরু হয় প্রফেসর মাহবুবুল আলমের লেখক জীবন বাংলা ভাষা ও সাহিত্যের উপর তার গন্থের সংখ্যা ৪০ টিরও বেশি , এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা ছন্দের রুপরেখা বাংলা ভাষার ব্যাকরণ ভাষা সৌরভ বাংলা বানান ও ভাষারীতি ইত্যাদি , বাংলাদেশ প্রফেসর মাহবুবুল আলমের অনন্য সৃষ্টির নাম স্কাইট সাহিত্য তিনি প্রথম বাংলা ভাষা অনুবাদ করেছেন , রোভারিং টু সাকসেস নামক গ্রন্থটি ।

 

স্কাইট বিষয়ে তার আরো বেশ কটি গুরুত্বপূর্ণ অনুবাদ গ্রন্থ রয়েছে , স্কাউট বিষয়ে প্রফেসর মাহবুবুল আলমের রচিত গল্প ছড়া ও অনুবাদ গ্রন্থের সংখ্যাও প্রায় ১৩ উপরে ।

 

প্রফেসর মাহবুবুল আলম , প্রফেসর মাহবুবুল আলম পৃথিবী থেকে না ফেরার দেশে চলে যাবার আগে বানিয়ে গেছেন হাতিখলা হাফিজিয়া মাদ্রাসা ও হাতিখলা এতিমখানা হাতিখলা পাঠাগার প্রতিষ্ঠার প্রধান উপদেষ্টা ছিলেন, প্রফেসর মাহবুবুল আলমের রচিত ও সম্পাদিত বইয়ের তালিকা ,, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ছন্দের রূপরেখা বাংলা ভাষার ব্যাকরণ , বাংলা ভাষায় লেখা লেখি , বাংলা বানান ভাষারীতি , বাংলা সাহিত্যের নানাদিক,, বাংলা সাহিত্য কিশোর ইতিহাস বাংলা পারডি কবিতা , সমালোচনা সংগ্রহ, ময়মনসিংহ গীতিকা মেঘনাথবধ কাব্য ,, মাইকেলের প্রহসন,, শ্রীকৃষ্ণ কীর্তন বৈষব পদাবলী আলোচনা ,, সাহিত্য কালকেতু উপখ্যান , ছোটদের জন্য ছড়া ,, ছোটদের জন্য কবিতা শ্রেষ্ঠ ব্যঙ্গ গল্প ,শ্রেষ্ঠশ ব্যঙ্গ কবিতা , এসপের সব গল্প , ছোটদের জন্য গল্প ,, নানা রকম ,,, রহস্য কথা ,, অন্যরকম লেখা,,, এস স্কাউট হয় ,, ছড়ায় ছড়ায় স্কাউটিং , স্কাউটিং স্কাউটিং স্কাউটদের জন্য গান ,,,, মোগালির গল্প,,, নীল পাখি,, পরীর গল্প বিপির বাণী,, রোভারিং টু সাকসেস, স্কাউটেরা যা করতে পারে,,, স্কাউট মাস্টার সহায়িকা ,, সোনালী গল্প,, বাংলা নীতি, বাংলা নীতি কবিতা ,,, আবৃত্তির কবিতা,, ব্যবহারিক বাংলা , ভাষা সৌরভ ব্যাকরন, ময়মনসিংহ ভাবানন্দ উপখ্যান আনন্দ প্রফেসার মাহবুবুল আলম ২৪ সে মাঘ ১৪২১ বাংলা ৬ ফেব্রুয়ারি ২০১৫ সালে রোজ শুক্রবার ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031