১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ছাতকের সৈদের গাঁও চলাচলের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো

অভিযোগ
প্রকাশিত জুলাই ১১, ২০১৯
ছাতকের সৈদের গাঁও  চলাচলের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো

 

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্গত সিংচাপইড় ইউনিয়নের সৈদের গাঁও গ্রামের পূর্বপাড়া, পশ্চিম পাড়া,নতুন পাড়ার জনসাধারনের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে বাঁশের সাঁকো।এ সাঁকো দিয়ে যুগ যুগ ধরে চলাচল করে আসছেন এখন পর্যন্ত নতুন প্রজন্মের চলতে হচ্ছে সাঁকো দিয়ে কোনো পরিবর্তন নেই রাস্তা ঘাঠের। গ্রামের মুরুব্বীরা জানান সরকারী তরফ থেকে দেখার মত কোনো উন্নয়ন হয়নি গ্রামে ইউপি নির্বাচন শুরু থেকে আজ পর্যন্ত গ্রামে দেখার মত কোনো উন্নয়ন হয়নি।গ্রামের মধ্যদিয়ে হারাইর খালে ও পূর্বে ছিল সাঁকো গ্রামের কাজী বাড়ী ও সৈয়দ বাড়ীর মধ্য খানে ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী অর্থায়নে ব্রিজ নির্মাণ হওয়ায় ওপার ওইপার হওয়া যাচ্ছে এখন।গ্রামে পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে হযরত শাহজালাল (রঃ) এর সফর সংগী ৩৬০ আউলিয়ার অন্যতম ওলি সৈয়দ ইউসুফ শাহ এর মাজার ও পূর্ব পাড়ে সৈয়দ রাকিব আলী সহ আরো ওলি আউলিয়ার মাজার রয়েছে। ৩ টি মসজিদ, ১ টি মাদ্রাসা,১ টি স্কুল রয়েছে। সৈদের গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আশা যাওয়া করতে হয় নৌকা দিয়ে সাঁকো বেয়ে। জানা যায় সিংচাপইড় ইউনিয়নে ১১ সালে ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত মোর্শেদ চৌধুরী চেয়ারম্যান থাকা কালীন সময়ে সৈদের গাঁও গ্রামবাসীর সমর্থিত প্রথম বারের মত সৈদের গাঁও থেকে ৩ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আপ্তাব আলী তালুকদারের সময়ে স্কুল হইতে আজম আলীর বাড়ী পর্যন্ত ও ব্রিজ হইতে স্কুল পর্যন্ত মাটি বরাটের কাজ করান। রাস্তা পাকা না করার কারনে আবার বেঙ্গে পড়ে অনুপযোগী হয়ে পড়েছে মরল বাড়ী থেকে পূর্ব পাড়া মসজিদে মুছল্লিয়ান যাতায়াত করেতে হয় সাঁকো দিয়ে অনুমান ১৬০ থেকে ১৭০টি পরিবার নিয়ে ঘটিত গ্রামটি জানা মত শিক্ষার হার বেশি গরিব থেকে মধবিত্ত পরিবার বেশি।সিংচাপইড় মেইন রাস্তা হইতে সৈদের গাঁও পর্যন্ত আদা পাকা ও সৈদের গাঁও হইতে মায়েরকোল মানিকগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা টি এখন কাদায় পরিনত নেই গাড়ীর কোনো যোগাযোগ পায়ে হেটে চলাচল করতে হয়। গ্রামের উন্নয়নের স্বপ্ন দেখেন গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী তিনি কয়েক বার উদ্যোগ নিয়ে ছিলেন গ্রামের রাস্তা ঘাটের উন্নয়ন করার জন্য কিন্তু দুঃখের বিষয় একটি কো চক্র মহল বিভিন্ন অযোহাত করে বাদা হয়ে দাড়ায়। গ্রামের যুব সমাজের পক্ষে মানবাধিকার কর্মী সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার ও তরুন যুবক আবুল বশরের আকুল আবেদন সৈদের গাঁও গ্রামকে একটি মডেল গ্রাম করার লক্ষে পূর্বের সকল দুঃখ কষ্ট ভুলে ডিজিটাল সৈদের গাঁও গড়ার লক্ষে প্রতিটি ঘর থেকে উন্নয়নের স্বপ্ন দেখতে হবে এবং এক সাথে আওয়াজ তুলতে হবে আমরা দলাদলি চাইনা গ্রামের উন্নয়ন চাই গ্রামে নিয়ায় বিচার প্রতিস্টিত করতে চাই। বাল্যবিবাহ, নারী নির্যাতন,শিশু নির্যাতন সহ সকল অন্যায়ের বিরুদ্ধে সবাই একমত প্রকাশ করব।আমরা সবাই মুসলমান একে ওপরের ভাই স্কুল, মাদ্রাসা,মসজিদের উন্নয়নে সবাই এগিয়ে আসব খাল,বিল, নদীনালা এটা আমাদের সম্পদ। সৈদের গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা কাজ সমাপ্ত করার জন্য বাংলাদেশ সরকারের ডিজিটাল দেশ গড়ার লক্ষে ছাতক দোয়ার বার বার নির্বাচিত মুহিবুর রহমান মানিক এমপির সু- দৃষ্টি কামনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমরাজ আলী,বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাসহ ছাত্র ছাত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031