১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ছাতকে সড়ক সংস্কার কাজের ধীরগতি, পয়েন্টে পয়েন্টে যানজট, জন-দূর্ভোগ চরমে

অভিযোগ
প্রকাশিত জুলাই ১০, ২০১৯

 

ছাতক প্রতিনিধিঃ-
সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ও জাউয়াবাজার এলাকায় সড়কে আরসিসি ডালাই কাজের ধীরগতির কারণে বৃষ্টির পানি ও কাঁদায় একাকার হয়ে এখন চরম জন-দূভোর্গ দেখা দিয়েছে। এ কারণে ক’দিন ধরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ও জাউয়াবাজার আশ-পাশ এলাকায় মালবাহী এবং যাত্রীবাহি যানবাহনগুলোর সীমাহিন যানজট লেগেই থাকে। গোবিন্দগঞ্জে ঘন্টার পর ঘন্টা সড়কের তিন পাশে শ’শ’ যানবাহন আটকা পড়ে চরম দূভোর্গ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণের। এ দীর্ঘ যানজটে আটকা পড়ছে রোগি-লাশবাহী এ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনগুলো। সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশরাও যানজট নিরসনের লক্ষ্যে কাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কটিতে দিন-রাত সমান তালে অসংখ্য মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাফেরা করে থাকে। এ জনগুরুত্বপূর্ন সড়কটিতে গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার, পাগলা ও দিরাই রাস্তা পয়েন্টে ঠিকাদারি প্রতিষ্ঠান আরসিসি ডালাই বা সড়ক সংস্কার দীর্ঘদিন ধরে ধীরগতিতে কাজ করছেন। বৃষ্টির আগে সড়কের কাজগুলো সম্পন্ন না হওয়ার এ দূর্ভোগের চরম খেসারত দিতে হচ্ছে সড়কে চলাচলরত মানুষের। পাশাপাশি স্থানীয় ব্যবসায়িদেরও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। যানবাহন চলাচলের বিকল্প রাস্তা উপযোগি না হওয়ায় বৃষ্টির পানি ও কাঁদা মাটি জমে গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে ব্যহত হচ্ছে। সড়কে গর্ত, ছোট বড় অসংখ্য মিনি পুকুরে পরিনত হয়েছে। মাঝে মধ্যে এসব পুকুরে যানবাহনের চাঁকা দেবে গিয়ে দূর্ঘটনা ঘটছে। দ্রুত এসব আরসিসি ডালাই কাজ সম্পন্ন করে নিরাপদে যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই নূর আলম বলেন, সড়কে গর্ত ও বৃষ্টির পানি, কাঁদার কারণে অনেক সময় বিভিন্ন ভারি যানবাহনের চাঁকা দেবে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে তিনি ও তার পুলিশ সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সড়কের হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রনু মিয়া, এএসআই শরিফ মাহমুদ, এএসআই নাজমুল ও এএসআই শামছুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জে সড়কে বৃষ্টির পানিতে গর্ত সৃষ্টি হওয়ায় রাতের বেলায় দূর পাল্লার যাত্রীবাহী ও মালবাহী যানবাহনগুলো চলাচলে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। অনেক সময় যানবাহনের চাঁকা গর্তে দেবে গিয়ে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। তাদের দৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রসস্থকরণ কাজ, গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার, পাগলা ও দিরাই রাস্তার আরসিসি ডালাই কাজ দ্রুত সম্পন্ন হলে যানজট মুক্ত হবে এবং এ সড়কে দূর্ঘটনাও কমে আসবে। এ ব্যাপারে সওজ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী রমজান আলী বলেন, প্রথম ধাপের কাজগুলো শেষ হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় দাপের কাজগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছেনা তবে যানবাহন চলাচলের রাস্তায় গর্তস্থানে আজ (বুধবার) সকালেই বালি ও ইট ফেলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031