২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চুল পরা রোধে ২৪ টি উপদেশ!

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
চুল পরা রোধে ২৪ টি উপদেশ!

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:

– গরম পানিতে গোসল ত্যাগ করা উচিত।
– প্রচুর পানি পান করুন।
– নিয়মিত ব্যায়াম করুন।
– চুল ট্রিম করুন।
– হেয়ার ম্যাসাজ করুন।
– জেনেটিক, হরমোন পরিবর্তন বা মা হওয়ার পর চুল পড়লে
চিকিৎসকের পরামর্শ নিন। ভেজা চুলে চিরুনি দেবেন না।
– গোড়া শক্ত করে সব সময় চুল বাঁধবেন না।
– চুল পড়তে থাকলে চুলে তেল দেয়া বন্ধ করুন।
– আয়রন ট্যাবলেট গ্রহণ করুন, সবুজ এবং হলুদ সবজি ও ফল
বেশি করে খান।
– প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিমের সাদা অংশ, ভেড়ার
মাংস, সয়াবিন, পনির, দুধ এবং দই চুলের জন্য উপকারী।
– চুলে হিট দিলে তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই
হিট বন্ধ করুন।
– সূর্যের তাপ পরিহার করুন।
– মাথার চামড়ার ওপর নরম ম্যাসাজ চুলের গোড়ায় রক্ত
চলাচল বাড়ায়, যা চুলের জন্য ভালো।
– চুল অতিরিক্ত আঁচড়াবেন না।
– চিকন হওয়ার জন্য অতিরিক্ত ডায়েট কন্ট্রোল চুলের
জন্য ক্ষতিকর।
– ধূমপান চুলের জন্যও ক্ষতিকর।
– ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন চুলের জন্য
ভালো।
– মেডিটেশন এবং যোগব্যায়াম মানসিক চাপ কমায়, যা
চুলের জন্যও ভালো।
– কুমড়োর বিচি ফাইটোস্ট্রোজেনের উৎস, যা চুল পড়া বন্ধ
করতে সাহায্য করে। এক চা-চামচ করে সপ্তাহে তিন
চামচ বেটে চুলে দিলে এক্ষেত্রে কার্যকর হবে।
– কন্ডিশনার কেবল ত্বকের ওপর নয়, চুলের আগা থেকে
গোড়া পর্যন্ত লাগিয়ে ১ থেকে ২ মিনিট রেখে পর্যাপ্ত
পানি দিয়ে ধুয়ে ফেলুন।
– চিরুনির ফাঁক হওয়া উচিত বড়। ঘন দাঁতওয়ালা চিরুনি
ব্যবহার করা উচিত নয়।
– কালারিং, সোজাকরণ ইত্যাদি একসঙ্গে করা উচিত নয়।
– উচ্চ ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুডে চুল শক্ত হলেও ভঙ্গুর
হয়ে যায়।
– চুলকে কিছু বিশ্রাম দেয়া উচিত। তাকে হাওয়ায় উড়তে
দিন ইচ্ছামতো।
মেডিসিনঃ মডার্ণ হারবাল কেয়ার শ্যাম্পু।
ব্যাবহারঃ প্রতিদিন গোসলের সময় মাথায় ব্যাবহার।
প্রোয়জনে যোগাযোগ করুন, MxN জাহিদুল ইসলাম, মডার্ণ হারবাল ফুড লিঃ এর গর্বিত ডিষ্ট্রিবিউটর।
মোবাইল নং- 01761.261812

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30