৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কোন নারী যখন একা একা গণপরিবহনে ভ্রমণ করবেন

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯
কোন নারী যখন একা একা গণপরিবহনে ভ্রমণ করবেন

আল আমিন,চট্টগ্রাম জেলা প্রতিনিধি :-

আপনার নিরাপত্তার স্বার্থে নিন্মে প্রদত্ত পরামর্শ সমুহ অনুসরন করার চেষ্টা করুন……

 

 

 

 কোন গাড়িতে যাত্রী সংখ্যা ৫/৭ জনের কম হলে সেই গাড়িতে ভ্রমণের বিষয়ে সতর্ক থাকুন অথবা অধিক যাত্রী সম্বলিত গাড়ির জন্য অপেক্ষা করুন;

 

 

 আপনি যতো ক্লান্তই থাকুন না কেন একা একা ভ্রমণের সময় কিছুতেই গাড়িতে ঘুমাবেন না;

 

 

 গাড়িতে উঠার সময় গাড়ি যাত্রীতে পূর্ণ থাকলেও বিভিন্ন স্টপেজে যাত্রী নামতে নামতে যদি যাত্রী সংখ্যা ১০ এর কাছাকাছি পৌঁছে যায় তাহলে গাড়ি থেকে নামার আগ পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকুন;

 

 

 

 এমন পরিস্থিতিতে গাড়ির এমন কোন সুবিধাজনক সিটে বসুন যেখান থেকে আপনি গাড়ির হেলপার, কন্ট্রাক্টর ও ড্রাইভারসহ অন্যান্য যাত্রীর উপর সজাগ দৃষ্টি রাখতে পারবেন;

 

 

 

 প্রয়োজনে এ সময় আপনার পরিবারের কাউকে অথবা নির্ভরযোগ্য কাউকে মোবাইল ফোনে কল করে একটু উচ্চ শব্দে (গাড়ির ভিতরে থাকা অন্যান্য যাত্রীদের শুনিয়ে শুনিয়ে) আপনার গাড়ির নাম, বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থল সম্পর্কে জানিয়ে রাখুন। এমন কি, সে মুহূর্তে গাড়িতে কতজন যাত্রী অবস্থান করছেন তার সংখ্যা এবং গাড়ির স্টাফসহ যাত্রীদের সংক্ষিপ্ত বিবরণও জানিয়ে রাখতে পারেন। এতে করে গাড়ির ভিতরে থাকা কারো মনে কোন অসৎ চিন্তা/পরিকল্পনা থাকলে সে/তারা ভয় পাবে;

 

 

 

 কোন স্টপেজে যাত্রী সংখ্যা আরো কমে ৫ এর নিচে চলে আসার উপক্রম হলে সেটি আপনার গন্তব্যস্থল না হলেও অন্যান্য যাত্রীদের সাথে সেই স্টপেজেই নেমে পড়ুন এবং আপনার পরিবারের কাউকে মোবাইলে কল করে সেখানে এসে আপনাকে নিয়ে যেতে বলুন;

 

 

 

 এ সময় আপনাকে নিতে আসা ব্যক্তিটি ঐ স্থানে এসে না পৌঁছানো পর্যন্ত আপনার সাথে থাকার জন্য যাত্রীদের মধ্য হতে আপনার দৃষ্টিতে নির্ভরযোগ্য কাউকে অনুরোধ করতে পারেন;

 

 

 

 কেউ যদি আপনাকে সাহায্য করতে না চায় কিংবা যদি অনিরাপদ বোধ করেন তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিন;

 

 

 

 এছাড়াও, গাড়িতে যাত্রীর সংখ্যা ৫ এর কাছাকাছি থাকা অবস্থায় যদি গাড়ির ভিতরে থাকা কারো মধ্যে অস্বাভাবিক কোন চঞ্চলতা লক্ষ্য করেন এবং প্রয়োজন ছাড়াই গাড়ির দরজা এবং জানালা বন্ধ করে দিতে দেখেন, তাহলে দেরী না করে সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিন।

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি

সৌজন্য এস আই আবেদ আলী
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম জেলা

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031