৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর প্যানেল মেয়র বাবু’র ১ বছরের কারাদণ্ড

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর প্যানেল মেয়র বাবু’র ১ বছরের কারাদণ্ড

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঋণ খেলাপি, চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় নাচোল পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ফারুক আহম্মেদ বাব’ র ১ বছরের কারাদণ্ড ও ৩৩ লাখ টাকার অর্থদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত।
চাঁপাইনবাগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাড.এম মাহবুব আলম জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রবিবার জেলার “অতিরিক্ত জেলা ও দায়রা জজ” মোঃ শওকত আলী এ রায় প্রদান করেন। স্ট্যান্ড ব্যাংক লিঃ রহনপুর শাখা, বাদী হয়ে এম আই অ্যাকট সেশান ১০৪৯/ ১৭ ঋণ খেলাপি, প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করলে দীর্ঘদিন থেকে মামলার আসামী ফারুক আহম্মেদ বাবু আদালতে অনুপস্থিত থাকেন। অ্যাড. জুয়েল আরো জানান, খুব শিঘ্রই আসামীকে আদালতে আত্মসর্মপনের মাধ্যমে এ রায়ের বিরুদ্ধে হাইকোটে আপিল করা হবে। তবে এ ব্যাপারে ফারুক আহম্মেদ বাবুর সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031