১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিফাতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ থেকে :- 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল পর্যান্ত। চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ৩ লক্ষ ৮১ হাজার ৯’শ ১৪জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯০ হাজার ৬’শ ৯৩ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৯১ হাজার ২’শ ২১ জন। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে গঠিত সদর উপজেলা নির্বাচনে ১’শ ৫৭ টি ভোটকেন্দ্রের ৯’শ ৯৫টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পালন করছেন প্রিজাইডিং অফিসারের অধিনে পুলিশ ও আনসার সদস্যরা। এমনকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ধানের শীষ প্রতীকে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. তসিকুল ইসলাম তসি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে মো. জিয়াউর রহমান তোতা ভোটের লড়াইয়ে নেমেছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী।

এর মধ্যে মোহাম্মদ সোহরাব আলী তালা প্রতীক, মো. তোসিকুল আলম টিউবওয়েল, মো. নজরুল ইসলাম উড়োজাহাজ, মো. নজরুল ইসলাম টিয়াপাখি, মো. নাহিদ ইসলাম বই ও লেনিন প্রামানিক চশমা প্রতীক নিয়ে ভোটের লড়াই চালিয়ে যাচ্ছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার ৭ প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন। এদের মধ্যে মোছা. নাজনীন নাহার পদ্মফুল প্রতীক, মোসা. তাসলিমা খাতুন সেলাই মেশিন, মোসা. নাসরিন আখতার কলস, মোসা. মাতুয়ারা বেগম বৈদ্যুতিক পাখা, মোসা. রজনী খাতুন প্রজাপতি, মোসা. শরিফা খাতুন বেবী হাঁস ও মোসা. শরিফা খাতুন ডেইজি ফুটবল প্রতীক নিয়ে ভোট করছেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031