৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পুণ্যভূমি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
পুণ্যভূমি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

ছইল মিয়া সোহেল :: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট ভ্রমণের শতবর্ষ উদযাপনে যোগ দিতে সিলেট আসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি ৮ নভেম্বর ষাট আউলিয়ার পুণ্যভূমিতে আসবেন বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

তিনি জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট ভ্রমণের শতবর্ষ অনুষ্ঠান জমকালোভাবে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠানের সূচনা ঘটবে। সমাপনী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব পর্ষদের আহ্বায়ক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে দু’দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির দায়িত্বশীলরা জানান, উৎসবের মূল অনুষ্ঠান ছাড়াও ১ নভেম্বর থেকে সিলেটে বরীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসবের বিভিন্ন কর্মসূচি শুরু হবে।

সভাপতির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সাহিত্য ও সংস্কৃতির সিংহপুরুষ। তাঁর রচনাবলীর মাধ্যমে বিশ্ব সাহিত্যে বাঙালির এক সুমহান আসন দখল করে আছে। সাহিত্য-সংস্কৃতির এই মহাপুরুষ শতবর্ষ আগে সিলেট সদরে এসেছিলেন। এ উৎসব সফলভাবে আয়োজনের তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের যুগ্ম আহ্বায়ক, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি জাবেদ ভদ্র, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30