৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভোলা ২০ মন্দিরে এমপি মুকুলের ৫ লহ্ম টাকা নগত অনুদান

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৯
ভোলা ২০ মন্দিরে এমপি মুকুলের ৫ লহ্ম টাকা নগত অনুদান

রবিউল আলম সবুজ, বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি:
ভোলায় ২০ মন্দিরকে নগদ অনুদান দিয়েছে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে ভোলা বোরহানউদ্দিনে সকল মন্দিরের নেতৃবৃন্দের সাথে ভোলা-২ আসনের সংসদ সদস্য আজ মত বিনিময় করেন।

শনিবার বিকালে উপজেলা আ’লীগ অফিস কার্যালয় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মুকুল বলেন, এ উপজেলায় সকল ধর্মের লোকজন নিরাপদে বসবাস করছে। আপনারা নিরাপদে শারদীয় দূর্গাপূজা পালন করবেন।

ধর্ম যার যার উৎসব সবার এ স্লোগান কে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আ’লীগ সরকার যখনই ক্ষমতায় আসে সকল ধর্মের লোক নিরাপদে ধর্ম পালন করতে পারে।

আর বিএনপি-জামায়েত জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি নির্যাতনের শিকার হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি বাবু অনিল কুমার দাস, সম্পাদক ইন্দ্রিজিৎ দে প্রমূখ সহ উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সম্পাদক গণ।

উক্ত অনুষ্ঠানে আলী আজম মুকুল এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতিটি মন্দিরে ২৫ হাজার টাকা করে ২০টি মন্দিরে ৫ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30