৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কমলগঞ্জের শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচন চলছে

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
কমলগঞ্জের শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচন চলছে

মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধিঃ

আজ ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটার এর ভোট গ্রহন করা হবে।মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ জনপদ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক এ নির্বাচনে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শমশেরনগর এ, এ, টি, এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১৬২২ জন। তিনটি কক্ষে ৬টি বুথে ভোট গ্রহণ করা হবে। গত বুধবার গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে শোডাউন করে শেষ মুহুর্তের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী যথাক্রমে মো. আইয়ুব আলী (ছাতা মার্কা), আব্দুল হান্নান (মোমবাতি) ও মাহমুদুর রহমান আলতা (আনারস)। সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী যথাক্রমে আব্দুল মান্নান (টেবিল), জামাল মিয়া (গরুর গাড়ি), জিল্লুল হক মামুন (কাপ প্লেট)। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী যথাক্রমে আব্দুস সামাদ সামাইল (দেয়াল ঘড়ি), আজিজুর রহমান মোশাহিদ (ফুটবল), আনোয়ার হোসেন (তালাচাবি)। সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রাথী হলেন বদিউল আলম বড় ভূঁইয়া (চশমা), আব্দুল করিম (সিএনজি অটোরিক্সা) ও মুজিবুর রহমান মজিদ (বাই সাইকেল)। কোষাধ্যক্ষ পদে ২জন প্রার্থী হলেন জাহিরুল ইসলাম (গোলাপফুল) ও নির্মল চন্দ (নলকূপ)। প্রচার সম্পাদক পদে ২জন হলেন মো. মামুন হোসেন হাসিব (মাইক) ও সোহেল আহমদ (টেলিভিশন)।

নির্বাচনে তিন ওয়ার্ডে ৯টি পদে ২২জন সদস্য প্রার্থী রয়েছেন। সদস্য ১নং ওয়ার্ডে- আক্কল মিয়া (কলস), মো: নুর হোসেন (হাত পাখা), ফখর উদ্দিন লাভলু (মাছ), মোহন মিয়া (মই) ও মো: আব্দুস শহীদ (মোরগ)। ২নং ওয়ার্ডে- মো: আব্দুল আজিজ খান (কলস), আলী হাসান মুকিত (মাছ), মো: আব্দুল আহাদ (জগ), আশরাফুল ইসলাম সায়েম (টিয়া পাখি), মো: জলিল মিয়া (হাতপাখা), মো: ফিরোজ মিয়া (আম), মো: রুশন মিয়া (ডাব) ও স্বপন কুমার মল্লিক (মই)। ৩নং ওয়ার্ডে- সেলিম আহমদ (সেলাই মেশিন) আতাউর রহমান ইকবাল (মাছ), ইকবাল হোসেন (মই), মো: কয়েছ আহমদ (জগ), মো: খসরু মিয়া (আম), জাহিদুল ইসলাম (হাতপাখা), মো: আব্দুস শহীদ (ডাব), মো: শাহীন মিয়া (কলস) ও মো: সিরাজুল ইসলাম রুহেল (লাটিম)।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রিসাইডিং অফিসার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কঠোর পুলিশী নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। সচেতন মহলের মতে, এই নির্বাচনী প্রচারনা দেখে মনে হয়েছে জাতীয় নির্বাচনী প্রচারনার মত প্রার্থীরা কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031