২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইন্টারনেটে অশ্লীল ছবি দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯
ইন্টারনেটে অশ্লীল ছবি  দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ভা-ারিয়ায় প্রেম প্রত্যাখ্যান করায় ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় রুকাইয়া আক্তার রূপা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মেয়েটি ক্ষোভে এবং লজ্জায় ঘরে থাকা ঘুমের ওষুধসহ একত্রে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে শুক্রবার গভীর রাতে আত্মহত্যা করেছে। সে স্থানীয় বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং ব্যবসায়ী রুহুল আমিন মুন্সীর মেয়ে।
নিহত রূপার বাবা রুহুল আমিন মুন্সী ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নিজ ভান্ডারিয়া গ্রামের মঞ্জু খান এর বখাটে ছেলে তামিম খান (১৯) গত কয়েক মাস ধরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলো। বখাটের এ অনৈতিক কাজের প্রতিবাদ করায় বখাটে তামিম রুকাইয়ার একটি ছবি ফটোশপে অশ্লীলভাবে এডিট করে। সামাজিক সাইটে ও ম্যাসেঞ্জারের মাধ্যমে এলাকার বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেয়। শুক্রবার বিকেলে এক সহপাঠীর সাথে প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে পুনরায় পথ আটকে তার সাথে প্রেম না করায় অশ্লীল এডিট করা ছবিটি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়ে তাকে হুমকি দেয়। এরপর বাড়িতে ফিরে রুকাইয়া বিষয়টি তার মাকে জানায়। তার মা বিষয়টি তাৎক্ষণিকভাবে তার বাবাকে অবহিত করেন। বিষয়টি জানা জানির পর রুকাইয়া ও তার পরিবার চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন।
শুক্রবার রাতে রুকাইয়া তার কক্ষের দরোজা বন্ধ করে বিষাক্ত ওষুধ সেবন করে অচেতন হয়ে পড়েন। রাত ১০ টার দিকে মেয়ে রুপাকে তার কক্ষে তার বাবা ডাকতে গেলে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও মেয়ের কোনও সাড়া না পাওয়ায় কক্ষের দরোজা ভেঙে ফেলেন। এ সময় মেয়েটিকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। রুকাইয়ার আশপাশে ঘুমের ঔষধসহ বিভিন্ন ধরণের ওষুধ পাওয়া যায়। রাতেই পরিবারের স্বজনরা তাৎক্ষণিকভাবে মেয়েটিকে উদ্ধার করে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার কোন চিকিৎসা না করেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুল ছাত্রী মারা যায়।
এঘটনায় এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। নিহত রুকাইয়ার স্কুলের বিক্ষুব্ধ শিক্ষক ও সহপাঠিরা দোষী ওই বখাটে ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের সম্মূখ সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নিহত রুকাইয়ার সহপাঠি শিক্ষার্থী রূপকথা রানী, মেঘা আক্তার, তাহিয়া তাইফুন রিমি, ঐশি আক্তার, আমিনা আফরোজ প্রমূখ। বিক্ষোভ আর প্রতিবাদের মূখে অবশেষে লম্পট তামিম গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শনিবার বিকেলে পুলিশ এঘটনার মূল হোতা তামিমকে স্থানীয় জোমাদ্দার বাড়ীর একটি ঘর থেকে গ্রেফতার করে।
সমাবেশে নিহত রুকাইয়ার মৃত্যুর জন্য বখাটে তামিমকে দায়ি করে অবিলম্বে তাকে গ্রেফতার করে কঠোর বিচার দাবি করা হয়।
নিহত রুকাইয়ার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিব কুমার হালাদার বলেন, রুকাইয়া স্কুলের একজন মেধাবি শিক্ষার্থী। বখাটের অশ্লীল উৎপাতে তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। মেয়েটি স্কুলের কেবিনেট নির্বাচনে প্রথম হয়েছিল। আমরা মর্মাহত শোকাহত। অভিযুক্ত বখাটের কঠোর দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি চাই। আর যেন কোনও বখাটের উৎপাতে মেয়ে শিক্ষার্থীর জীবন বিপন্ন না হয়। এ ব্যপারে তামিমের পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ভা-ারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান বলেন, ওই স্কুল ছাত্রীর পরিবার থানায় লাশ নিয়ে এসে অভিযোগ দায়ের করলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বখাটে তামিমকে গ্রেফতার করা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30