১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উত্তরার স্কিটি চত্ত্বরে চলছে বংগবন্ধু বিজয় মেলা

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৩
উত্তরার স্কিটি চত্ত্বরে চলছে বংগবন্ধু বিজয় মেলা

এস. হোসেন মোল্লা: রাজধানীর উত্তরার ৬ নং সেক্টরে অবস্থিত বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে চলছে বঙ্গবন্ধু বিজয় মেলা – ২০২৩।

জানা যায়, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই মেলা খোলা রয়েছে । মেলা শুরু হয়েছে গত ১০ই ডিসেম্বর এবং চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত। ঠিক ভরদুপুরে মেলার খোঁজখবর নিতে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে তেমন ক্রেতা দৃশ্যমান না হলেও বিকেল ও রাতে দারুন জমজমাট মেলা শুরু হয়ে যায় এবং প্রচুর দর্শনার্থী ও ক্রেতারা হাজির হন বলে জানা গেছে।

জনৈক কৌতুহলী ক্রেতা ও দর্শনার্থী মজনু সীমান্তির কাছে জানা যায়, তিনি অনেকক্ষণ ধরে মেলায় ঘুরে বেড়িয়েছেন এবং কেনাকাটাও করেছেন। তিনি নিজেই গণমাধ্যমকে জানান এই মেলায় ৭০ টার উপরে স্টল রয়েছে। একজন সংগীতশিল্পী এবং সঙ্গীত শিক্ষক হিসেবে তিনি বলেন, এই রকম মেলায় অবশ্যই ভবিষ্যতে দেশাত্মবোধক গান এবং আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনীও আমরা দেখতে চাই।আরও একজন ক্রেতা জানান,এই মেলা আরও বড়ো আকারে খোলা মাঠে হলে ভালো হয়। তাহলে সবার নজরে সহজে আসবে। শুভাকাঙ্ক্ষী ব্যাক্তি হিসেবে তাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দিবেন এই আবেদন রইলো।

তখন দুপুর বিধায় বেশ কিছু স্টল বন্ধ দেখা যায় । দেশীয় বিভিন্ন পণ্যের সমাহারে এই মেলা বেশ ঐতিহ্যপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠেছে । বিভিন্ন স্টলের দোকানী ও মেলা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই মেলার প্রচার-প্রসারসহ সবাইকে আসার জন্য অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031