১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি কর্তৃক পৃথক অভিযানে ফেন্সিডিল সহ আটক-১

অভিযোগ
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি কর্তৃক পৃথক অভিযানে ফেন্সিডিল সহ আটক-১

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় এবং সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের মহানন্দা চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ১১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
এ সময় মাদক বহনের দায়ে ১ যুবককে আটক করা হয়।
এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মির্জা মাঝহারুল ইসলাম ফেন্সিডিলসহ আসামি আটকের সত্যতা নিশ্চিত করে রোববার রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম জানিয়েছেন, জেলার সীমান্তবর্তী সোনামসজিদ এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীদের বাংলাদেশের অভ্যন্তরে চোরাইপথে অবৈধভাবে মাদকদ্রব্য প্রবেশের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৫টায় ব্যাটালিয়নের অধিনস্থ সোনামসজিদ বিওপির টহল হাবিলদার মো. ইকবাল হোসেনের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে ৪৫ হাজার ৫শত টাকা মূল্যের ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।
এদিকে অপর এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের মহানন্দা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
এ বিষয়ে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সদর উপজেলার মহানন্দা নদীর ওপরে অবস্থিত বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর অপর প্রান্তে বারোঘরিয়া মহানন্দা চেকপোস্ট দিয়ে চোরাইপথে মাদকদ্রব্য পাচারের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৮টায় নায়েক মো. নেজামুল হকের নেতৃত্বাধীন একটি টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে ছেড়ে আসা পাবনাগামী বিআরটিসি বাস তল্লাশী করে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পুর এলাকার মতিউর রহমানের ছেলে মো. জালাল উদ্দিন (২৫) কে ২টি ট্রাভেল ব্যাগসহ সন্দেহভাজনভাবে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩৩ হাজার ৬ শত টাকা মূল্যের ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
মালামালসহ আটক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031