
মেহেদী হাসান, দুপচাঁচিয়া প্রতিনিধিঃআজ ১২-১১-২০২৩ রবিবার বিকেল এ আনুমানিক ৪ টার সময় শেরপুর গ্রামের মোঃ শিপন ইসলাম (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ।
সে তার নিজের ঘরে গলায় ফাঁস দেয় । এ সময় বাহিরে থেকে লোকজন দেখতে পেয়ে দরজা ভেঙ্গে তাকে বের করে হয়। তারপর তাকে আদমদিঘী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষনা করা হয়।
মৃত শিপন ছিলেন শেরপুর গ্রামের সাহা পাড়ার মোঃ রশিদুল ইসলাম শান্ত এর ছেলে এবং ব্যবসায়ী মোঃ আবুল হকার এর নাতি ।
পরিবারের লোকজন এবং গ্রামবাসি জানায় বেশ কয়েকদিন যাবৎ সে রাগান্বিত অবস্থায় থাকত । তাকে জিঙ্গেস করলে সে বলতো তাকে মোবাইল ফোন কিনে দিতে । তার বাবা তাকে বলে কিছু দিন পর তাকে কিনে দিবে কিন্তু সে কিছুতেই মানতে ছিলোনা এসব নিয়ে রাগ অভিমান করে সে আত্তহত্যা করে।
পরে তাকে ময়নাতদন্তের জন্য দুপচাচিয়া থানায় নিয়ে যাওয়া হয়।