২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সচিবের দোহাই দিয়ে চাটখিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ – ৩ লাখ জনসাধারণের ভোগান্তি

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩
সচিবের দোহাই দিয়ে চাটখিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ – ৩ লাখ জনসাধারণের ভোগান্তি

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল পল্লী বিদ্যুৎ সাব- স্টেশন কর্তৃক শনিবার সকাল ১০ থেকে বিকেলে ৩.৩০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে কোন ঘোষণা ছাড়াই। অঘোষিত ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় উপজেলার প্রায় ৩লাখ জনসাধারণ ভোগান্তি পোড়াতে হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্য সেবার জন্য উপজেলা সদরে এসে ভোগান্তি পোড়াতে হয়েছে রোগী ও রোগীর স্বজনদের। বিদ্যুৎ না থাকায় রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে না পেরে দিনভর অপেক্ষা করে অনেকেই দুপুরে বাড়িতে ফিরে গেছেন।

এছাড়াও চাটখিল পৌর শহরের বাসাবাড়ি গুলোতে দুপুরের খাবার আয়োজন করা সম্ভব হয়নি। কেউ কেউ দূরের পুকুর থেকে পানি নিয়ে কোনমতে রান্নার কাজ করলেও অনেকেই হোটেলের উপর নির্ভর হতে হয়েছে। যেসব মসজিদের পুকুরে নেই, সেই মসজিদ গুলোতে মুসল্লীরা অজু না করতে পেরে ফিরে গেছেন।

কোন ঘোষণা ছাড়া কেন বিদ্যুৎ সংযোগ বন্ধ, কি সমস্যা হয়েছে জানতে শনিবার দুপুরে চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) খালিদ হাসানের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো: গোলাম সারোয়ার জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টের এক অনুষ্ঠানে যোগদান করায় সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

সচিব মহোদয় অনুষ্ঠান শেষে দুপুরের খাবার শেষ করে অনুষ্ঠান স্থল থেকে বিদায় নেওয়ার পর বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলেও তিনি জানান। বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার বিষয়ে কোন ঘোষণা কেন দেওয়া হয়নি জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30