৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম ছিন্নমূল পরিবার স্হায়ী পূনর্বাসন চায়

অভিযোগ
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯
চট্টগ্রাম ছিন্নমূল পরিবার স্হায়ী পূনর্বাসন চায়

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার বাটালি রোডস্থ জাতীয় রেল শ্রমিকলীগ কার্যালয়ে (২৩আগস্ট) শুক্রবার বিকাল ৩টায় সহিদুল ইসলাম সহিদের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক এস এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাজী আবুল কালাম, আব্দুল বারেক বাবরী, মোঃ আবদুল জলিল, মোঃ আলী হোসেন ভান্ডারী, মোঃ মোস্তফা, বাবু লক্ষি কান্তি নাথ, রীনা খান, বানু বেগম প্রমুখ। বক্তারা বলেন ভাড়া ভিত্তিক পূনর্বাসন নয় সরকারি প্রকল্পে স্থায়ী পূনর্বাসন চাই। তারা বলেন ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত দীর্ঘ ৩৪ বৎসর যাবত চট্টগ্রাম মহানগরে বসবাসরত অবহেলিত লাঞ্ছিত ভুমিহীন হত দরিদ্র মানুষদের সরকারি ভাবে স্থায়ী পূনর্বাসন করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে আসছে। এ বিষয়ে বিগত দিনে বিভিন্ন সময় এ সংগঠনের পক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি, আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি, রাশেদ খান মেনন, এ বি এম আবুল কাশেম মাষ্টার, আবদুল মতিন খসরু সহ বিভিন্ন নেতৃবৃন্দ ডি ও লেটার প্রেরন করেন। কিন্তু দুঃখ জনক হলেও এখনো আমরা স্থায়ী পূনর্বাসন পায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ডিজিটাল সোনার বাংলা গড়তে এবং চট্টগ্রাম মহানগরীকে আধুনিক মডেল শহর হিসেবে রুপ দিতে নগরীর বিভিন্ন এলাকায় দখলশর্তে বসবাসরত সকল ছিন্নমূল বস্তিবাসীদের স্থায়ীপরিবারেই পুনর্বাসনের বিকল্প নেই। আমরা আশাবাদী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা এই সকল হতদরিদ্র ছিন্নমূল পরিবারদের জন্য অচিরেই স্থায়ী পূনর্বাসনের ব্যবস্থা করবেন। এছাড়াও ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু কে স্ব পরিবারে হত্যা ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও খুনিদের রায় দ্রুত কার্যকরের জোর দাবি জানান। পরে সকল শহীদের স্বরনে বিশেষ দোয়া খায়ের মুনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031