
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার কে নিয়ে ফেসবুকে মিথ্যা কুরুচিপূর্ণ মন্তব্য করায় চাটখিল থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার রাতে ঐ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মহিলা মেম্বার সামছুন নাহার।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, সামছুন নাহার এর ব্যবহৃত ফেসবুক আইডি SUBORNA REZZAKPUR আইডি হইতে প্রধানমন্ত্রীর নামে একটি পোস্ট করা হয়। কিছুক্ষণ পর পুনরায় তার ব্যবহৃত আইডি SUBORNA REZZAKPUR-তে প্রবেশ করলে দেখা যায় Iqbal Dawan নামের ফেসবুক আইডি থেকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে (যাহার আইডি লিংক https:// www.Facebook. com /Iqbal. dewan -3194) ঐ মহিলা মেম্বার কে ইঙ্গিত করে মন্তব্য করা হয় “আপনার রেট কত” অশ্লীল এই মন্তব্যে ঐ নারীর সম্মানহানি হয়েছে বলে তিনি দাবি করেন। তাই তিনি ইকবাল দেওয়ান নামীয় ঐ ফেসবুক আইডি ব্যবহারকারীকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
এই ব্যাপারে চাটখিল থানার এসআই আল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।