
মোঃ রবিন মিয়া,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: গ্রামীন রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নাগরপুর উপজেলার কলিয়া ঘিওরকোল রাস্তায় রঞ্জু মিলিটারীর বাড়ীর নিকট খালের উপর ৬৭,৭০,৮৯০টাকা চুক্তি মূল্যে ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়। যার ফলে উপকৃত হবে এ এলাকার কয়েক হাজার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর ও দেলদুয়ারের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি ,নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল হক, যুবলীগ নেতা খন্দকার হাবিব, মোঃরাকিব মিয়া, নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক সজিব মিয়া সহ আওয়ামীলীগ, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।