
কারিতাসের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
দেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন, “ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগ রিকভারিজ ” প্রকল্পের অধীনে বাছাইকৃত মাদকনির্ভর ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসায় অর্থ সহায়তা দেওয়ার পূর্বে ” উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ” প্রদান করা হয়েছে। জানুয়ারি – জুন অর্থবছরে এটি ২য় প্রশিক্ষণ। সুস্থতাগামী মাদক নির্ভর ব্যক্তিদের সমাজের মূলধারায় পুন: সম্পৃক্তকরণে প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। চট্টগ্রাম শহরে কারিতাস একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা, যারা মাদকসেবিদের সামাজিক পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। প্রকল্পের অধীনে সুস্থতাগামী মাদকসেবিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, পারিবারিক কাউন্সেলিং, ব্যক্তিগত ও দলগত কাউন্সেলিং, চিকিৎসা সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসায় শর্তহীন অর্থ সহায়তা, মাদক প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে গুচ্ছসভা ছাড়াও প্রকল্পের চকবাজার কাউন্সেলিং সেন্টারে বিনোদনের ব্যবস্থা করেছে। সমাজের যেকোনো পেশার নারী, পুরুষ মাদকসেবি ও তাদের পরিবারের সদস্যরা প্রকল্পটির সেবা বিনামূল্যে নিতে পারেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উক্ত ” উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ” আয়োজন করা হয়। সুস্থতাগামী ৮ জন নারী এবং পুরুষকে এবারের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। চকবাজার কাউন্সেলিং সেন্টারে উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা জনাব এমদাদুল ইসলাম চৌধুরী, সহায়তায় ছিলেন প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার মো, শাহরিয়ার হোসেন শিমুল।