২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

চাটখিলে বাস টার্মিনালের অভাব আর যততত্র সিএনজি স্টেশনের ফলে যানজট নিত্য সঙ্গী-সীমাহীন ভোগান্তি

editor
প্রকাশিত মার্চ ৭, ২০২৩
চাটখিলে বাস টার্মিনালের অভাব আর যততত্র সিএনজি স্টেশনের ফলে যানজট নিত্য সঙ্গী-সীমাহীন ভোগান্তি

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিলে বাস টার্মিনালের অভাব আর যত্রতত্র সিএনজি স্টেশনের ফলে যানজন নিত্য সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। এতে জনসাধারনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে ফেব্রুয়ারী/২৩ মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন কে যানজন নিরসনে ব্যবস্থা গ্রহনের বিষয়ে জানতে চাওয়া হয়। ঐ সভায় বক্তরা রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে এবং চাটখিলে কোন বাস টার্মিনাল না থাকায় যানজট নিরসন করা যাচ্ছে না বলেও মতপ্রকাশ করেন। মঙ্গলবার পৌর বাজারের একাধিক ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানান, অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থাপনায় যানজট লেগে থাকে। রাজনৈতিক স্বদিচ্ছা ও বাস টার্মিনাল দ্রুত নির্মাণ করা প্রয়োজন বলেও অনেকে দাবি করেন। স্থানীয়রা জানান, চাটখিল পৌরসভা কার্যালয়ের সামনে রাস্তার দুই পার্শ্ব সহ পৌর ভবনের দুই দিকে সিএনজি অটোরিকশা এবং বাস স্টেশনের ফলে যানজট নিরসন হচ্ছে না। তাই পৌর ভবনের সামনে রাস্তার উত্তর ও দক্ষিণ এবং পূর্ব পাশের সিএনজি অটোরিকশা, বাস স্টেশন সরিয়ে উপজেলা উত্তর গেইট খালি জায়গায় একটি এবং পূর্ব বাজার (মোহাম্মদীয় হোটেলের) পূর্ব পার্শ্বে অন্যটি স্টেশন নেওয়া হলে যানজট ৫০শতাংশ কমে যাবে। এছাড়া পৌর ভবনের পশ্চিম পাশে বদলকোট রোডের স্টেশনটি সেন্টার পয়েন্টের সামনে, উপজেলা দক্ষিণ গেইটের স্টেশন চাটখিল মহিলা কলেজ গেইটের বিপরীত পাশে, সোনালী ব্যাংকের সামনের স্টেশনটি সেন্ট্রাল হাসপাতাল সংলগ্ন ব্রীজের সাথে সরিয়ে নেওয়া হলে চাটখিল পৌর বাজার হবে শতভাগ যানজট মুক্ত। এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে চাটখিল পৌর বাজারের ব্যবসায়ী ও জনসাধারন পৌর কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন। এবিষয়ে চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি যানজটে ভোগান্তির কথা স্বীকার করে বলেন, দ্রুতই পৌর কর্তৃপক্ষ যানজন নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

Please Share This Post in Your Social Media
March 2023
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031