২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টিএমজিবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তৌহিদ

Weekly Abhijug
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৩
টিএমজিবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তৌহিদ

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: তথ্যপ্রযুক্তি সাংবাদিক সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কৃতি সন্তান গোলাম দাস্তগীর তৌহিদ (টেকভিশন২৪ ডটকম)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সম্মেলন কক্ষে ২০২৩ মেয়াদের এ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে এক বছর মেয়াদী ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্যরা হলেন,পুনরায় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মুরসালিন হক জুনায়েদ। সহ-সভাপতি (সদস্য কল্যাণ) রিশাদ হাসান (এটিএন নিউজ), সহ-সভাপতি (গভ. অ্যান্ড করপোরেট রিলেশন) কুমার বিশ্বজিত রায় (বাংলাদেশ টেলিভিশন), সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মইদুল ইসলাম (এনটিভি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান শিমুল (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী। ক্রিয়া বিষয়ক সম্পাদক এস এম ফয়েজ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন (নয়া দিগন্ত) ও মো. রহিম শেখ (জনকণ্ঠ)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিচালক প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আজকের পত্রিকার ডেপুটি এডিটর ফারুক মেহেদী এবং কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি। নির্বাচনের আগে বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ পুরো বছরের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।

এ ছাড়া সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ গত বছরের কার্যকলাপ তুলে ধরেন। পরে এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন টিএমজিবি সভাপতি কাওছার উদ্দীন। এছাড়া নির্বাচনের নিয়মকানুন তুলে ধরেন টিএমজিবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহম্মদ খান।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30