১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

টাঙ্গাইলে মেয়রের গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ১২ জন আহত।

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৩
টাঙ্গাইলে মেয়রের গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ১২ জন আহত।

টাঙ্গাইলে মেয়রের গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ১২ জন আহত।
——————————————
স্টাফ রিপোর্টার:   টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে যাওয়ার পথে ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন ১২ জন। এ সময় দুইটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলায় আহত সাংবাদিকরা হলেন, ঢাকাপোস্ট ডটকমের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মেয়র মাসুদুল হক জানান, গোপালপুরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণের জন্য যাচ্ছিলেন তারা। এ সময় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনী হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এসময় হামলাকারীরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়।হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করার জন্য আলমনগর যাচ্ছিলেন। সে সময় অতর্কিত হামলা চালানো হয়। এসময় সাংবাদিকরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।
ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনী আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুইপক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়রের এইভাবে আওয়ামী লীগের বিদ্রোহীদের নিয়ে কম্বল বিতরণ করার ঠিক হয়নি।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031