২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

লোহাগাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

Weekly Abhijug
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩
লোহাগাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম কাটগড় এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মোঃ হোসেন (৩৮), বাগেরহাট মান্দা এলাকা বর্তমান ঠিকানা দোহাজারী রেলওয়ে কলোনী এলাকায় মৃত ইউসুফ বিশ্বাসের পুত্র

মানিক বিশ্বাস(৪০), বাগের হাট কচুয়া গজালিয়া থানা( বর্তমানে পটিয়া গুচ্ছিগ্রাম এলাকার মৃত আজহার মৃধার পুত্র আলমগীর (৫০)। ২০ জানুয়ারী শুক্রবার ভোরে সদর ইউনিয়নের দরবেশহাট রোড মজিদের পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি দেশীয় তৈরী এলজি লম্বা কিরিচ ৩টি,হেস্কু ব্লেড ২টি, লোহার কোরাবারী ১টি সেলাই রেইন্জ ১টি গিয়ার চাক্কু এবং একটি সিএনজি জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, এসআই নুরুন্নবী, এসআই শরীফুল ইসলাম পিপিএম, এএসআই আলমগীর।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media
September 2023
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930