
স্টাফ রিপোর্টার:নেত্রকোণায় জেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২০ নভেম্বর ২০২২) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার গন ও জেলার কৃষি কর্মকর্তা বৃন্দ। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন জেলায় সারের ব্যবহার ও ব্যবসায়িক কার্যক্রমের উপর সকল উপজেলায় যেন কোন ধরনের সমস্যার না হয় সেদিকে নজর রাখতে হবে। কৃষক যেন সারের জন্য কোন প্রকার কষ্ট না করেন। ফসলি জমিতে সার ব্যবহারে যেন কোন সমস্যা না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। কেননা বর্তমানে আমাদের দেশে ফসলি বীজ দিচ্ছে সরকার তা যেন ভালো ভাবে ব্যবহার হয়। এতে করে আমাদের কৃষকের ফসল বৃদ্ধি পাবে।