১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বগুড়া শেরপুরে ডেঙ্গু গুজব বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভিযোগ
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
বগুড়া শেরপুরে ডেঙ্গু গুজব বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

 

বগুড়া প্রতিনিধি ঃঊর্মি আক্তার—-

বগুড়া শেরপুরে
ডেঙ্গু, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে বগুড়া জেলা পুলিশের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট সকাল ১০ ঘটিকায় পল্লী উন্নয়ন একাডেমীর সম্মেলন কক্ষে পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলার ১২টি উপজেলার ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় ছিল; “ডেঙ্গু, গুজব ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতাই যথেষ্ট”।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পালের সঞ্চালনায় সমাবেশের শুরুতেই শোকাবহ আগস্ট মাস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব হাবিবর রহমান বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এডিস মশার হাত থেকে বাঁচতে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন সহ সবাইকে সতর্ক করতে হবে। যাতে করে সবাই মাঠে নামেন। এই মশার বংশ বিস্তার ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে আশপাশের এলাকা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং সবাইকে সাবধান এবং আমাদের করণীয় যথাযথভাবে পালন করতে হবে।’

এসময় অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা। তিনি বলেন, ‘শিক্ষক মানুষ গড়ার কারিগর। এছাড়া সমাজকে জাগ্রত করতেও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। বিশেষ করে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। এছাড়া দেশে বিশৃঙখলা সৃষ্টি করার জন্য যারা নানা গুজব ছড়ায়, তাদের সম্পর্কে সতর্ক হওয়ার পাশাপাশি ওই চক্রটি প্রতিরোধে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান তিনি।’

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ড. শাহজাহান আলী, পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহা পরিচালক আব্দুস সামাদ, ইউএনএফপিএ এর প্রতিনিধি তামিমা নাসরিন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু।
এছাড়াও ৫ শাতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন

অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আপ্যায়নের মধ্যেদিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।

 

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031