২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ প্রেসক্লাব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ফোনে ফোনে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত।

অভিযোগ
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১
বাংলাদেশ প্রেসক্লাব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ফোনে ফোনে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত।

বাংলাদেশ প্রেসক্লাব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ফোনে ফোনে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার,মোঃ শাহাবুদ্দিনঃ-

বাংলাদেশ প্রেসক্লাব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাংবাদিক ফরিদ খান উদ্ভাবিত দেশব্যাপী মূমুর্ষূ রোগীদের বিনামূল্যে, ডিজিটাল পদ্ধতিতে তাৎক্ষণিক রক্ত সেবা প্রদানে। কলাপাড়া উপজেলা শাখাসহ দেশব্যাপী বাংলাদেশ প্রেসক্লাবের মানবিক উদ্যোগে, ফোনে ফোনে রক্তদান কর্মসূচি শীর্ষক আলোচনা সভা ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাবের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি, সাংবাদিক আল আমিন খান সাধারণ সম্পাদক, সাংবাদিক শাহাবুদ্দিন ও সাংবাদিক সোহাগ ও সাংবাদিক জাফর ইকবাল সহ অত্র সংগঠনের সাংবাদিকবৃন্দ। ও স্থানীয় আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে কিছু সংখ্যক বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হত না। আমরা তার রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি। যাহাতে তাদের নিহতদের স্বপরিবার কে আল্লাহবেহেশত নসিব করে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার উদ্যোগ। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল প্রযুক্তির এক অভাবনীয় দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। যার ফলশ্রুতিতে আজ ডিজিটাল পদ্ধতিতে, ফোনে ফোনে রক্তদান মূমুর্ষূ রোগীদের বিনামূল্যে রক্ত দানের মাধ্যমে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খান। এ সময় বক্তারা আরো বলেন, রক্তদান এটা একটি মানব সেবা। এ সেবার মাধ্যমে মূমুর্ষূ রোগীর জীবন বাঁচাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media
September 2023
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930