৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুন্দরগঞ্জে প্রাণিসম্পদ দপ্তরের প্রাণী মেলা-২০২১ অনুষ্ঠিত

অভিযোগ
প্রকাশিত জুন ৫, ২০২১
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদ দপ্তরের প্রাণী মেলা-২০২১ অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে প্রাণিসম্পদ দপ্তরের প্রাণী মেলা-২০২১ অনুষ্ঠিত

মো: আ: রহমান শিপন, রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধান

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সুন্দরগঞ্জ কতৃক আয়োজিত প্রাণিসম্পদ মেলা- ২০২১ সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গাণে অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জনাব মোঃআশরাফুল আলম লেবু।
বিশেষ অতিথি সুন্দরগঞ্জ পৌরমেয়র জনাব মোঃ আব্দুর রশীদ সরকার ডাবলু। উপজেলা খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিন আলম, খামারী শ্রী বিদ্যুৎ কুমার
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আল-মারুফ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব মোঃ ফজলুল হক।
উক্ত মেলায় প্রধান অতিথি তার বক্তব্যে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি,টেঁকসই প্রযুক্তি প্রদর্শন, প্রাণিজাত পন্য বিপণন ও নিয়মিত করণে খামারী এবং জনগণকে উৎসাহিত করেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার তার বক্তব্যে ক্ষুদ্র খামারী ও উদ্যেক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি,বিঙ্গান ভিত্তিক লালন-পালন কৌশলে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করেন। উন্নত জাতের পশুপাখি পালনের পরামর্শ দেন। খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও খামারী তাদের নিজ নিজ বক্তৃতায় খামারিদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আল-মারুফ সভাপতির বক্তব্যে বলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদের প্রতি যেসকল কর্মসূচি গ্রহণ করছেন তার শতভাগ বাস্তবায়নের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কে নির্দেশ প্রদান করেন। এছাড়া তিনি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতির প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে অগ্রনী ভূমিকা পালনের পরামর্শ ও নির্দেশ দেন।খামারী এবং উদ্যেক্তা সৃষ্টি সহ তাদের স্বল্প সুদে ঋণ প্রদান, বিভিন্ন প্রণোদনার আওতায় আনতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান কে নির্দেশ প্রদান করেন এবং আশ্বস্ত করেন।
বক্তৃতা শেষে অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টল গুলোতে উন্নত জাতের পশুপাখি, বিভিন্ন শৌখিন কবুতর,ময়না, টিয়া,ঘুঘু প্রভৃতি। বিভিন্ন প্রাণী প্রযুক্তি, উৎপাদিত দুগ্ধজাতপণ্য,টিকাও ঔষধ সামগ্রী পণ্য উৎপাদন ও সংরক্ষণ, বাজারজাত করণ বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031