
সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় নিহত ১
ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধিঃ-
সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে, বুধবার ২৬ মে বিকেল ৫টায় সিলেট তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলাধীন ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের নলজুরী এলাকায় তামাবিল পুলিশ ফাড়ি সংলগ্ন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওলীউল্লাহ (৬) নলজুরী এলাকার সালেহ আহমদ বাবু’র ছেলে।
জাফলং থেকে সিলেটগামী ট্রাক ঢাকা মেট্রো-ট যার নং ২০-৫১৮৮ রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে এলাকাবাসী সেই ঘাতক ট্রাক চালককে আটক করে। এই ঘটনায় সিলেট তামাবিল মহাসড়কে দীর্ঘক্ষণ গাড়ী চলাচল বন্দ থাকে।
পরে ঘটনাস্থলে গোয়াইনঘাট থানা পুলিশ পৌছে ট্রাক চালককে তাদের হেফাজতে নিয়ে যায় ও পুনরায় গাড়ী চলাচল স্বাভাবিক করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাক চালক পুলিশের জিম্মায় রয়েছে।
ঘটনাস্থলে আসা ৩নং পুর্ব জাফলং ইউনিয়নে দায়িত্বরত বিট পুলিশ কর্মকর্তা এসআই লিটন রায় বলেন আটককৃত ট্রাক চালক আমাদের পুলিশেরর হেফাজতে রয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।