২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীপুরে প্রিদিম নামক এনজিওর কিস্তি ব্যবস্থা না করতে পারায় বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

অভিযোগ
প্রকাশিত মে ২, ২০২১
শ্রীপুরে প্রিদিম নামক এনজিওর কিস্তি ব্যবস্থা না করতে পারায় বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

শ্রীপুরে প্রিদিম নামক এনজিওর কিস্তি ব্যবস্থা না করতে পারায় বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

 

 

রাকিবুল হাসানঃ (শ্রীপুর গাজীপুর):-

গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডুমবাড়ীচালা গ্ৰামের রুবেল সরকার।(৩৫) সে এনজিওর কিস্তি টাকা ব্যবস্থা না করতে পারায় আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রীর অভিযোগ। রুবেল একজন শারীরিক প্রতিবন্ধী।

সে কোন কাজ কর্ম করতে পারেনা। বাড়িতে স্বাভাবিকভাবে কৃষি কাজ করে থাকতেন।

রুবেল সরকার এর দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে, সাংসারিক বিভিন্ন অভাব-অনটনের জন্য প্রিদিম নামক একটি সমিতি হইতে ২২,০০০/-টাকা ঋণ উত্তোলন করেন, শাখাটি অবস্থিত ভালুকা মাস্টার বাড়ী।

এবং কিস্তির টাকা পরিশোধ করার লক্ষ্যে সমিতির কর্মরত লোকজন চাপ সৃষ্টি করতে থাকে,অদ্য ০১মে ২০২১ইং তারিখ কিস্তি পরিশোধ করার কথা রুবেলের, কিস্তির টাকা যোগাড় করতে পারে নাই।

অতঃপর মনের দুঃখে কষ্টে ০১/মে ২০২১ইং শনিবার দুপুর অনুমান ১২:০০ ঘটিকায় সময় নিজ বসত বাড়ীর পূর্ব ভিটির ঘরে বিষ পান করিয়া পশ্চিম ভিটির ঘরে আসিয়া শুইয়া পড়ে।

এবং রুবেল সরকারের স্ত্রী সেলিনা খাতুন বলেন, ঘংরানির শব্দ পাইয়া আমি ঘরে যাইয়া আমার স্বামীর অবস্থা খারাপ দেখিয়া ডাকচিৎকার শুরু করলে, আশপাশের লোকজন আসিয় আমার স্বামীকে দ্রুত অটোরিক্সা যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওয়াশ করিয়া রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক তাই তাকে এম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।

এম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়া জাওয়ার পথে ০১/০৫/২০২১ইং দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় ভালুকা যাওয়ার পথে রুবেল সরকার মৃত্যুবরণ করেন। রুবেল সরকারের স্ত্রী এ সময় আরো বলেন, মৃত্যুবরণ করে পরে, আমার স্বামীকে বাড়িতে নিয়ে আসি। বর্তমান আমার স্বামীর লাশ বাড়ীর উঠানে আছে। বিষয়টি আইনগত যথা-যথ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি,

এ বিষয়ে তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার তারেক হাসান বাচ্চু সাপ্তাহিক অভিযোগকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক বর্তমানে দেশের এই পরিস্থিতিতে কিস্তি আদায় করাটা মোটেও উচিৎ নয়। এমন গঠনা যেন আর কোথাও না গঠে এন জিও গুলো যেন মানুষকে এত চাপ সৃষ্টি না করেন সেই আহ্ব্বান রইলো।

 

এবিষয়ে শ্রীপুর মডেল থানা কর্মরত এস আই মোহাম্মদ আলী জিন্নাহ। সাপ্তাহিক অভিযোগ কে বলেন, পরিবারের লোকজনের কথায় লাশ বিনা ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করেন, তিনি আরো বলেন মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30