৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘রানা প্লাজার’ মালিক সোহেল রানার ফাঁসি হোক

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১
‘রানা প্লাজার’ মালিক সোহেল রানার ফাঁসি হোক

‘রানা প্লাজার’ মালিক সোহেল রানার ফাঁসি হোক

 

মোঃ শামীম ইসলাম, স্টাফ রিপোর্টারঃ-
রানা প্লাজা ধসের ৮ বছরে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে সাভারে শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন ও শ্রমিকেরা। এ সময় তারা যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবির পাশাপাশি রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন।

৮ বছর পরও সাফিয়া বেগমের ক্ষত শুকোয়নি। ছেলের ছবি হাতে মাঝে মাঝেই তিনি আসেন এখানে। জীবনের একমাত্র অবলম্বন হারিয়ে সম্পূর্ণ পরনির্ভরশীল এই বৃদ্ধার দাবি ফাঁসি হোক রানা প্লাজার মালিক সোহেল রানার।

রানা প্লাজা ধসে পাশের ভবনেও অনেকেই আটকা পড়েন। হতাহতের ঘটনাও ঘটে। তাদেরই একজন সাদ্দাম হোসেন। রানা প্লাজার পাশে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি শুরু করেই এই দুর্ঘটনায় পাল্টে যায় তার জীবন।

তিনি বলেন, আমার ডান হাত পা আটকে গিয়েছিল। এখন ডান হাত কেটে ফেলা হয়েছে। একজন মাস্টার্স পাস যুবক হয়েও আমি এখন বেকার।

দেশের সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনায় নিহত হন প্রায় সাড়ে ১১শ’ মানুষ। আহত হন ২ হাজার জন। তাদের স্মরণে শনিবার (২৪ এপ্রিল) সকালে শ্রদ্ধা নিবেদন করা হয় অস্থায়ী বেদিতে। এ সময় অনেকেই দাবি করেন আইএলও’র সনদ অনুযায়ী একজন শ্রমিক বেঁচে থাকলে যা আয় করতেন তার সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়া উচিৎ।

আহত শ্রমিকেরা বলছেন তারা যা পেয়েছেন তা খুবই নগণ্য।

তারা বলেন, আমরা আমাদের ক্ষতিপূরণ চাই। আল্লাহ জানে কিভাবে দিন কাটাচ্ছি। বিকাশে ৫০ হাজার টাকা পাইছি, আর কিছুই পাই নি।

ধসে পড়া ভবনের জায়গায় এখন সবুজের সমারোহ। শ্রমিকদের চাওয়া, এই সবুজে বহুতল ভবন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হোক।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031