১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বীর মুক্তিযোদ্ধা দৈনিক জনকন্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ’র ইন্তেকাল

অভিযোগ
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
বীর মুক্তিযোদ্ধা দৈনিক জনকন্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ’র ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা দৈনিক জনকন্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ’র ইন্তেকাল

ফৌজি হাসান খান রিকু,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ-

দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান লৌহজং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, ফৌজি হাসান খান রিকু’র চাচা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এম এ খান মাসুদ) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।

সোমবার ভোর সাড়ে পাচঁটার দিকে রাজধানীর ক্যান্টনম্যান্টের নিজ বাসায় অসুস্থতা বোধ করলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু, ১ নাতি ও ১ নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এম এ খান মাসুদ) গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সম্পাদনায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়।

মুন্সীগঞ্জ-বিক্রমপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ ১৯৫১ সালের ২৯শে আগস্ট মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলার মেদিনীমন্ডল গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ( শ্রীনগর থানা কমান্ডার) তরুণ আতিকউল্লাহ খান মাসুদ ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

সোমবার বাদ যোহর ক্যান্টনম্যান্টের ২ নম্বর সেক্টরের আল্লাহু মসজিদে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031