
সাপ্তাহিক অভিযোগ পত্রিকায় নিয়োগ পেলেন সিমুল হোসেন।
অভিযোগ ডেস্কঃ মোহাম্মদ সিমুল হোসেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাংবাদিক পরিবারের নবাগত। সিমুল হোসেন ”জাতীয় সাপ্তাহিক অভিযোগ” পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন।
সিমুল হোসেন সমাজের একজন তরুন প্রতিবাদী কন্ঠ।সৎ সাহসী তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জের শিক্কুর মিয়া ছেলে ছেলে।
তিনি একজন সফল ব্যবসায়ী তিনি বাংলাদেশের আওয়ামিলীগের বিভিন্ন অংঙ্গ সংঘটনের সাথে জড়িত। তার নতুন পেশায় সিমুল হোসেন সকলের সহযোগীতা চেয়েছেন। সিমুল হোসেন বলেন সিনিয়ররা আমার আদর্শ। তাদের আর্শিবাদ পেলে ভালো করবো ইনশাআল্লাহ।