৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মোংলায় প্রতিমন্ত্রী নিজ হাতে পরালেন মাস্ক,পুলিশকে নিয়ে করলেন র‌্যালী-যা অনেকটা বিরল দৃষ্টান্ত

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২০
মোংলায় প্রতিমন্ত্রী নিজ হাতে পরালেন মাস্ক,পুলিশকে নিয়ে করলেন র‌্যালী-যা অনেকটা বিরল দৃষ্টান্ত

মোংলায় প্রতিমন্ত্রী নিজ হাতে পরালেন মাস্ক,পুলিশকে নিয়ে করলেন র‌্যালী-যা অনেকটা বিরল দৃষ্টান্ত

 

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার মোংলায় মাস্ক বিহীন চলাচলকারীদেরকে মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী জনাবা বেগম হাবিবুন নাহার এমপি।

বৃহস্পতিবার (৩ডিসেম্বর’২০) দুপুরে পৌর শহরের চৌধুরীর মোড়, শেখ আ: হাই সড়ক, কমিশনার সফিউল্লাহ সড়ক ও শাহাদাতের মোড় এলাকায় মাস্ক বিহীন চলাচলকারী নারী, পুরুষ ও শিশুদেরকে মুখে তিনি নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। এছাড়া সকলকে বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দেন।

এ সময় মোংলা থানা পুলিশের পক্ষ থেকে সকল জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারে বিষয়ে উদ্ভুদ্ধ করা হয়। মাস্ক পরানো ও বিতরণকালে উপমন্ত্রী হাবিবুন নাহারের সাথে ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শ্রী কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্রী নয়ন কুমার রাজবংশী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার জনাব মো: আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ জনাব মো: ইকবাল বাহার চৌধুরীসহ আরো পুলিশ সদস্যরা।

এর আগে ‘করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলুন’, ও ‘নো মাস্ক, নো মুভমেন্ট’ শ্লোগানে মোংলা থানা পুলিশের আয়োজনে একটি সচেতনামূলক প্রচারাভীযান পৌর শহর প্রদক্ষীণ করে।

প্রচারাভীযান শেষে মোংলা থানার অফিসার ইনচার্জ জনাব মো: ইকবাল বাহার চৌধুরী বলেন,থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার অসচেতনদেরকে মাস্ক পরিয়ে দেয়ার পাশাপাশি তাদেরকে নিয়মিত মাস্ক ব্যবহারের পরামর্শ ও নিদের্শনা দেয়া হয়েছে।

এরপর থেকে পথেঘাটে ও দোকানপাটে কাউকে মাস্ক বিহীন পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নিবার্হী অফিসার শ্রী কমলেশ মজুমদার বলেন, পৌরসভার ডিজিটাল মাইকে সার্বক্ষনিক সকলকে মাস্ক ব্যবহারের জন্য প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়া সরকারী-বেসরকারী সকল প্রোগ্রামেও সকলকে মাস্ক ব্যবহার বাধ্যমূলক করতে নিদের্শনা দেয়া হচ্ছে।

তারপরও যদি জনসাধারণ সতর্ক না হন এবং মাস্ক পরিধান না করেন তাহলে তাদেরকে জেল-জরিমানাসহ কঠোর আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031