৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মণিরামপুরে ভবদহের স্থায়ী সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
মণিরামপুরে ভবদহের স্থায়ী সমাধানে মতবিনিময়  সভা অনুষ্ঠিত

মণিরামপুরে ভবদহের স্থায়ী সমাধানে মতবিনিময়
সভা অনুষ্ঠিত

 

 

 

আবদুল্লাহ আল মামুন,মনিরামপুর প্রতিনিধিঃ-

মণিরামপুরে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান কল্পে সূধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবদহের সমস্যার কারণে যশোর ও খুলনা জেলার বিস্তর এলাকায় উজান  পলি জমে প্রায় ৪০টি বিলের পানি নিষ্কাশিত না হওয়ায়-স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

ফলে এসব এলাকার জনসাধারণ চরম দূর্ভোগ ও অসহায় দিন যাবন করছে। ফসল ও মৎস ঘেরে মাছ উৎপাদন বন্ধসহ বসবাস করা কঠিন হয়ে পড়েছে।

 

এ সমস্যার আশু সমাধান কল্পে শুক্রবার সন্ধায় মণিরামপুরের হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উপজেলার মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের হলরুমে মণিরামপুর ও অভয়নগর উপজেলা সূধীজনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধীর কুমার পাঁড়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন কমিটির সভাপতি ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র এনামুল হক ফরাজী বাবুল।

 

হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার মল্লিক, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, অভয়নগর উপজেলার সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র বিশ্বাস, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজুর রহমানসহ ভবদহ পানি নিষ্কাশন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সূধীজন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031