২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাতক্ষীরা জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা

অভিযোগ
প্রকাশিত আগস্ট ১১, ২০২০
সাতক্ষীরা জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা

 

 

মোঃ আদম আলী,সাতক্ষীরা থেকেঃ-

শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি গোষ্ট বিহারী মন্ডল।

 

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার যৌথ আয়োজেন জন্মাষ্টমীর আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশনাথ ঘোষ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার সহকারী পরিচালক অপূর্ব আদিত্য, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা: সুশান্ত ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ, বিকাশ চন্দ্র দাশ, জয়মহাপ্রভূ সেবক সংঘের সম্পাদক সনাতন দাশ, এড. তারক চন্দ্র মিত্র, বাসুদেব সিংহ প্রমুখ।

 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন।

 

আলোচনাসভায় বক্তারা বলেন, দুষ্টের দমন আর সজ্জন মানুষদের রক্ষা করার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ।

 

প্রতিবছর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব বৃহত্ত পরিসরে হলেও করোনা পরিস্থিতির কারণে এবার সংকুচিত করা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মদিনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে।

 

কারণ সম্প্রতি সাতক্ষীরায় হিন্দুদের বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। যদিও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

দল থেকে বহিস্কারও করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তারা গ্রেফতার হয়নি। অবিলম্বে বক্তারা তাদের গ্রেফতারের দাবি জানিয়ে হিন্দু ধর্মালম্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30