৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাহিরপুরে অতিরিক্ত পর্যটকদের ভিড়ে ও শব্দ দূষণে ক্ষুব্ধ এলাকাবাসী

অভিযোগ
প্রকাশিত আগস্ট ৩, ২০২০
তাহিরপুরে অতিরিক্ত পর্যটকদের ভিড়ে ও শব্দ দূষণে ক্ষুব্ধ এলাকাবাসী

 

তানভীর আহমেদ,তাহিরপুর প্রতিনিধিঃ-

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র,যাদুকাটা নদী, বারেকটিলা, শিমুল বাগান, ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক, ট্যাংগুয়ার হাওরসহ সব ক’টি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়, বাদ্য-বাজনা’র শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। তাছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে পর্যটকদের মাঝে নেই কোনো সচেতনতা, মাস্কও ব্যবহার করছে না কেউ।

 

সরেজমিনে দেখা যায়, ঈদ উপলক্ষে ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নৌকাযোগে এসে পর্যটকেরা ভিড় জমিয়েছেন উপজেলার পর্যটন কেন্দ্র গুলোতে। গতকালের তুলনায় আজ প্রচুর পর্যটকদের আনাগোনা দেখা দিয়েছে পর্যটন কেন্দ্র গুলোতে। পর্যটক নিয়ে কয়েকশো নৌকা ভিড় করেছ ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেকে।

 

প্রত্যেকটি নৌকাতে রয়েছে উচ্চতর শব্দের বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে গান-বাজনা বাজানো হচ্ছে, হচ্ছে শব্দ দূষণ এতে অতিষ্ঠ এলাকাবাসী। এমনকি মুসল্লিরা নামাজও আদায় করতে পারছে শব্দ দূষণের কারণে।

 

আর শারীরিক দূরত্ব একেবারে নাই বললেই চলে। জটলা বেধে চলছে সবাই, স্বাস্থ্যবিধিও কেউ মানছে না, রয়েছে করোনা বিস্তারের আশংকা। ঝুঁকিতে রয়েছে পুরো উপজেলাবাসী। এবিষয়ে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ জানান, পর্যটকরা যদি এভাবে জটলা বেঁধে ঘুরাফেরা করে, এতে স্থানীয়সহ পর্যটকদেরও সমস্যা হবে যদি এদের মাঝে কেউ করোনায় এফেক্ট থাকে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলাই উত্তম।

 

উচ্চ সুরে বাদ্য-বাজনা বাজানো যাবে না এবং শব্দ দূষণ রোধে উপজেলার সকল পর্যটন কেন্দ্রে পুলিশ নিয়োজিত রয়েছে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031