২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাদী কে মামলা প্রত্যাহারের হুমকি অব্যাহত, গৃহবন্দি রাখার অভিযোগ

অভিযোগ
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
বাদী কে মামলা প্রত্যাহারের হুমকি অব্যাহত, গৃহবন্দি রাখার অভিযোগ

 

ছাতক প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের ছাতকে বাড়ীয়ান ভ‚মি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা ও আদালতে দায়েরী মামলা প্রত্যাহার না করায় এক পরিবারকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠছে। এ ঘটনায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বাদে মর্যাদ (পালপুর) গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল মছবিবর বাদী হয়ে একই গ্রামের মো. আলতাব আলীর ছেলে মিলাদ হোসেনকে প্রধান ও আরো সাতজনকে আসামি করে গত রোববার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মছবিবর ও বিবাদীরা একই বাড়ির বাসিন্দা। বিবাদীদের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে তারা আব্দুল মছবিবর এর ভ‚মি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জ বিবিধ মোং নং ৩৩৮/২০১৮ইং (ছাতক) দায়ের করেন। বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার কারণে বিবাদীরা আব্দুল মছব্বির ও তার স্ত্রী সন্তানদের মারপিট করতে থাকেন। একপর্যায়ে বিবাদীরা মারপিট করিয়া আব্দুল মছবিব্বরকে গুরতর আহত করিলে গত ২৪ অক্টোবর তিনি আবারো ছাতক থানায় মামলা নং ১৯ দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র ও দাখিল করা হয়। মামলাগুলো প্রত্যাহার করার জন্য বিবাদীরা চাপ সৃষ্টি করেন। কিন্তু আব্দুল মছবিবর রাজি না হওয়াতে পুনরায় বিবাদীরা তাকে মারপিট করে আহত করেন। এঘটনার প্রেক্ষিতে আব্দুল মছব্বির বাদী হয়ে একই গ্রামের মৃত আহমদ আলির ছেলে আজির উদ্দিনকে প্রধান আসামীসহ আরো ৯ জনের নাম উল্লেখ করে আমল গ্রহনকারী ম্যাজিস্ট্রেট আদালত, ছাতক, সুনামগঞ্জ সি আর মোং নং ৩৬/২০১৯ইং দায়ের করেন। তারপরও বিবাদীরা শান্ত না হয়ে পুনরায় আব্দুল মছব্বিরকে মারপিট করেন। অভিযোগটি ছাতক থানায় ২৮ জুন ২০১৯ ইং তারিখে জিডি নং ১২০৩ মুলে এন্ট্রি করা হয়। বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দায়েরী মামলাগুলো প্রত্যাহারের হুমকি অব্যাহত রেখেছে ও বাদী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে আরো উল্লেখ করা হয়।
এ ব্যাপারে বাদে মর্যাদ (পালপুর) গ্রামের আব্দুর রহিম বলেন, আব্দুল মছব্বিরকে রাস্তা-ঘাটে চলতে দেয় না বিবাদীরা। যে পথে চলে সে পথই বন্ধ করে দেয় তারা। এমনকি মামলাগুলো তুলে নেয়ার হুমকিও দিচ্ছেন বিবাদীরা। একই গ্রামের রিয়াজ উদ্দিন বলেন, আব্দুল মছব্বির এর সাথে বিবাদীদের ভ‚মি

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30