৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সড়ক দূর্ঘটনার কারন কি?? চালকের অবহেলা? নাকি নিরাপদ সড়ক?

অভিযোগ
প্রকাশিত জুলাই ১১, ২০১৯
সড়ক দূর্ঘটনার কারন কি?? চালকের অবহেলা? নাকি নিরাপদ সড়ক?

 

সাইদুল ইসলাম(কসবা থানা প্রতিনিধি)

আমরা এখন নিয়মিত দেখতে পাই যে,অমুক যায়গাই তমুক সড়কে সড়ক দূর্ঘটনায় প্রান গেছে এত জন মানুষের, কিন্তু,আমরা কি কখন চিন্তা করেছি? যে সড়ক দূর্ঘটনার প্রধান কারন কি??গত বছর কসবা ডিবেটিং এর একটি আয়োজন ছিলো যা কসবা পৌর হাই স্কুল এ অনুষ্ঠিত হয়েছিলো, ত,আমি ওইযায়গাই ছিলাম, বিতর্কের বিষয় ছিলো সড়ক দূর্ঘটনা নিয়ে,সেখানে আমি দেখতে পাই যে,বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে, সেখানে চালক পক্ষ বিজয়ী নাকি নিরাপদ সড়ক চাই পক্ষ বিজয়ী হয়েছিলো তা আমার মনে নেই,কিন্তু,আমি মনে করি নিরাপদ সড়ক যেমন জরুরী তার থেকেও বেশি জরুরী নিরাপদ চালক তৈরি করা,কেমনা একটি দূর্ঘটনার জন্য ৭০-৭৫% ই চালক দায়ী থাকে,তারা ট্রাফিক আইন না মেনে, অভারটেক, অভারস্পিড, সহ আরো নানান ধরনের অপরাধ তারা করে থাকে, আমি আমার বাস্তব জিবনের ই একটি অভিজ্ঞতা বলি,আমি গত বুধবার বিশারাবারি থেকে কসবা বাজার গিয়েছিলাম,কিছু কাজ করতে,যার জন্য আমি।ব্যাটারি চালিত ইজিবাইক এ উঠেছিলাম,বাইক চালক এর স্পিড দেখে প্রথমে ভেবেছিলাম,স্বাভাবিক ব্যাপার,কিন্তু,সে যখন টি আলি মোড় এ এসে টার্ন নেয়,তখন আমার খটকা লাগে,কেননা এতটা স্পিড ত, কোন বাইকার ও দিবেনা,আর এত ইজিবাইক যে কোন সময় উলটে যেতে পারে, ঘটতে পারে মারাত্নক দূর্ঘটনা, তারপর সারা রাস্তা তারসাথে কসবা কদমতুলি মোড় এর কুরআন টাওয়ার এর মোড় এ ও সেই ইজিবাইক চালক একই স্পিড রাখে,তারপর সে বিজনা ব্রিজে এসে আরো ৫-৬ টা ইজিবাইক,বাইক,সি এন জি,এবং ভ্যান কে অভারটেক করে,যা আমাকে খুবই ভাবিয়ে তুলে,আমি তখন তার এই কাজের প্রতিবাদ করতাম, কিন্তু কিছু দূর্বলতার জন্য করিনি,তবে এখন জাতির কাছে আমার প্রশ্ন❔আসলেইকি সড়ক দূর্ঘটনার জন্য নিরাপদ সড়ক দায়ী? নাকি সড়ক বিভাগ দায়ী? নাকি অসেচেতন চালকেরা দায়ী? দয়া করে জানাবেন আমাকে,আর একটি কথা, যে খানেই অন্যায়, অবিচার,জুলুম, হবে সাথে সাথে প্রতিবাদ করবেন, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031