৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ট্রাফিক বিভাগের ঐকান্তিক পরিশ্রম এবং সচেতনতামূলক প্রচারেও থামছে না যানবাহন চলাচল

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২০
ট্রাফিক বিভাগের ঐকান্তিক পরিশ্রম এবং সচেতনতামূলক প্রচারেও থামছে না যানবাহন চলাচল

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

গত ২৬ মার্চ থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় পুরো দেশ লকডাউন। দেশের এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য, অফিসার ও কর্মকর্তাবৃন্দ।

 

আর এরই ধারাবাহিকতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাগণ, ড্রাইভার ও সাধারণ মানুষ কে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ প্রদান করে যাচ্ছেন।

 

কিন্তু তার পরও একশ্রেণির মানুষ অযতাই ঘর থেকে বেরিয়ে আসছেন এবং পুলিশ বাহিনীকে হতে হচ্ছে কঠোর।

 

আর এ জন্যে সিলেট শহরে যেনো প্রয়োজন ছাড়া কোনো যানবাহন না ঢুকে, সে জন্যে পুলিশের কঠোর নজরদারি ও বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ সিলেট শহরে ঢোকার প্রবেশপথ সমূহে তাদের দায়িত্ব পালনে দেখা যায়।

 

করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সিলেট জেলা লকডাউনের কার্যক্রম হিসেবে সিলেট মহানগরীর প্রবেশদ্বার সমূহ ১) ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ২) সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের শ্রীরামপুর ৩) সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর ৪) সিলেট-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের এয়ারপোর্ট রোড ৫) সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের তেমুখি বাইপাস ৬) মৌলভীবাজার-সিলেট সড়কের প্যারাইরচক এবং মহানগরীর অভ্যন্তরে ১) হুমায়ুন রশিদ চত্ত্বর ২) টিলাগড় পয়েন্ট ৩) খোজারখলা পয়েন্ট ৪) মদিনা মার্কেট বর্ণমালা পয়েন্ট ৫) সুবিদবাজার পয়েন্ট ও ৬) দর্শন দেউড়ী পয়েন্ট এলাকা সমূহে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ কর্তৃক চেকপোষ্ট পরিচালনার মাধ্যমে যানবাহন (নিত্য প্রয়োজনীয় পন্যবাহী যানবাহন, জরুরী ঔষধ পরিবহন ও এ্যাম্বুলেন্স ব্যাতীত) চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

যাতে জনসাধাণের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা যায়। উক্ত কার্যক্রমে নিম্নবর্ণিত অফিসারগণ চেকপোষ্ট পরিচালনা করছেন।

 

সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব মোঃ আবুল খয়ের এর নেতৃত্বে (এয়ারপোর্ট রোড ও তেমুখি):

 

ক. সিলেট-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের এয়ারপোর্ট রোড চেকপোস্ট
১. টিআই/ জনাব নিখিল জীবন চাকমা
২. ০১× সার্জেন্ট/টিএসআই
৩. ০১× এটিএসআই
৪. ০৪× ট্রাফিক কনস্টেবল ও এয়ারপোর্ট থানার টিম।

 

খ. সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহসড়কের তেমুখি চেকপোস্ট
১. টিআই/ জনাব মোঃ হাবিবুর রহমান
২. ০১× সার্জেন্ট/টিএসআই
৩. ০১× এটিএসআই
৪. ০৪× ট্রাফিক কনস্টেবল ও জালালাবাদ থানার টিম।

 

সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোঃ আশিদুর রহমান এর নেতৃত্বে
(লালাবাজার, শ্রীরামপুর, প্যারাইরচক ও বটেশ্বর)

 

ক. ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার চেকপোস্ট
১. টিআই/জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী
২. ০১× সার্জেন্ট/টিএসআই
৩. ০১× এটিএসআই
৪. ০৪× ট্রাফিক কনস্টেবল ও দক্ষিণ সুরমা থানার টিম।

 

খ. সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের শ্রীরামপুর চেকপোস্ট
১. টিআই/ জনাব মোঃ হানিফ মিয়া
২. ০১× সার্জেন্ট/টিএসআই
৩. ০১× এটিএসআই
৪. ০৪× ট্রাফিক কনস্টেবল ও মোগলাবাজার থানার টিম

 

গ. সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর চেকপোস্ট
১. টিআই/ জনাব মোঃ বদিউল আমিন চৌধুরী
২. ০১× সার্জেন্ট/টিএসআই
৩. ০১× এটিএসআই
৪. ০৪× ট্রাফিক কনস্টেবল ও শাহপরান থানার টিম

 

ঘ. মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের প্যারাইরচক চেকপোস্ট
১. টিআই/ জনাব মোঃ হানিফ মিয়া
২. ০১× সার্জেন্ট/টিএসআই
৩. ০১× এটিএসআই
৪. ০৪× ট্রাফিক কনস্টেবল ও মোগলাবাজার থানার টিম।

 

তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক গনপরিবহন নিষিদ্ধ করা সত্ত্বেও ব্যাক্তিগত গাড়ীকে গনপরিবহনে রূপান্তরিত করে নগরীর বিভিন্ন এলাকায় ব্যবহার করে আসছেন।

 

বার বার অনুরোধ করা সত্ত্বেও একত্রিত হয়ে অবস্থান করায় এবং গণপরিবহন চালানোর অপরাধে সকাল ১১.০০ ঘটিকা হতে ১৯.০০ ঘটিকা পর্যন্ত ৩০টি বিভিন্ন প্রকার যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইন/২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করা হয়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031