৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভোলা বোরহানউদ্দিন ও দৌলতখাঁনে অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে, মানবতার এমপি মুকুল

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
ভোলা বোরহানউদ্দিন ও দৌলতখাঁনে অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে, মানবতার এমপি মুকুল

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

মরণব্যাধি করোনা ভাইরাস সরা বিশ্বে মৃত্যু উপত্যাকা সৃষ্টি করেছে। বিশ্বের ২০৩ টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এ ভাইরাসের প্রভাব থেকে রক্ষা পাননি বাংলাদেশও। বাংলাদেশের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্ত রাখতে সরাদেশে চলছে সরকারি ঘোষিত লকডাউন। একই সঙ্গে মানুষের সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী রয়েছ তৎপর।

 

দেশের এমনই পরিস্থিতিতে “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ স্লোগানকে সামনে রেখে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি)।

 

ভাইরাসের সংক্রামন রোধে সারাবিশ্বসহ পুরো বাংলাদেশ বর্তমানে লকডাউনে। আর এ দু:সময়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পরা হতদরিদ্র ও দিনমজুর অসহায় মানুষদের পাশে দাড়ালেন গরীব অসহায় মানুষের পরম বন্ধু খ্যাত ও মানবতার ফেরিওয়ালা ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। লক ডাউন অবস্থার মধ্যেও ছুটে আসেন তাঁর নির্বাচনী এলাকায় ।

 

মানুষের সার্বিক নির্পাপত্তা নিশ্চিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার নির্দেশনায় বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য।

 

এমপি আলী আজম মুকুল তার ব্যক্তিগত অর্থায়নে সংসদীয় আসনের দৌলতখানে ২ হাজার এবং বোরহানউদ্দিনে ২ হাজার অসহায়, দিনমজুর পরিবারের জন্য খাবার সামগ্রী বিতরণ চলছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার অত্র দুই উপজেলার বিভিন্ন স্থানে ট্রাক ভর্তি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।

 

অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজী চাল, ৫ কেজী আলু, ২ কেজী মশারি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ২ টি লাইফবয় সাবান ২কেজি পিঁয়াজ, ১কেজি লবন।

এ সময় এ খাদ্রসামগ্রীগুলো পেয়ে গরীব অসহায় মানুষগুলোর মুখে ফুটে উঠেছিলো তৃপ্তির হাসি, তারা যেনো এমপি মুকুলকে বারবারই তাদের পাশে পেতে চায়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031