১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আল্লামা সাঈদীর মুক্তির দাবী করেছেন লক্ষ্মীপুরের সহস্রাধিক ব্যবসায়ী

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
আল্লামা সাঈদীর মুক্তির দাবী করেছেন লক্ষ্মীপুরের সহস্রাধিক ব্যবসায়ী

মু,ইসমাইল হোসাইন (রনি), লক্ষীপুর প্রতিনিধি :

বয়স, অসুস্থতা ও মানবিক বিবেচনায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন লক্ষ্মীপুরের ব্যবসায়ী সমাজ।

 

ব্যবসায়ীবৃন্দ বলেন- বর্ষীয়ান আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী নানান জটিল ও কঠিন রোগ নিয়ে দীর্ঘদিন যাবত কারাভোগ করছেন। দেশ জাতির এই কঠিন মূর্হুতে ৮১ বছরের বয়োবৃদ্ধ আলেমে দ্বীনের প্রতি সদয় হওয়া সময়ের দাবী। তাই আমরা রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের কাছে বর্ষীয়ান মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর আশু মুক্তি দাবী করছি।

 

মহান আল্লাহ “করোনাভাইরাস” থেকে দেশ, জাতি ও উম্মাহকে রক্ষা করুন। আমীন।

 

বিবৃতিদাতা ব্যবসায়ীগন হলেন- লক্ষ্মীপুর বনিক সিনিয়র সমিতির সহ-সভাপতি মু. আবদুল আজিজ, নিরাপদ ট্রেডিং এর চেয়ারম্যান এ আর হাফিজ উল্লাহ, শিকড় গ্রুপের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ, নাছরিন এগ্রো লিঃ এ-র চেয়ারম্যান মোঃ হাবীবুর রহমান, মাস্টার স্যু স্টোরের স্বত্তাধিকারী মাস্টার আবুল হোসাইন, সফিক ব্রাদার্স এর স্বত্তাধিকারী মোঃ মহিব উল্লাহ, বাবুল ফার্মেসীর স্বত্তাধিকারী মোঃ আবুল কাশেম, সমাহার ফ্যাশন এর স্বত্তাধিকারী নিজাম উদ্দিন মাহমুদ, ঐতিহ্য গ্রুপের এম ডি শহিদুল আলম, বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্তাধিকারী ফারুক হোছাইন, রাজিবপুর স্টোরের স্বত্তাধিকারী মাহবুবর রহমান, নীড় গ্রুপের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, নুরনবী স্টোরের স্বত্তাধিকারী আবদুর রহমান, বিসমিল্লাহ ক্লথ স্টোর এ-র স্বত্তাধিকারী জহিরুল ইসলাম, স্মরনিকা বস্ত্রালয়ের স্বত্তাধিকারী দেলোয়ার হোসেন, তানমিয়া ফার্মেসীর স্বত্তাধিকারী মোঃ বাবুল, এ আর ট্রেডার্স এ-র স্বত্তাধিকারী মাহবুবর রহমান, বাংলাদেশ মেডিকেল এ-র স্বত্তাধিকারী আবুল খায়ের মিয়া, নিউ বাংলাদেশ মেডিকেল এ-র স্বত্তাধিকারী আবদুল্লাহ নাদিম, ব্রাদার্স ফার্মেসীর স্বত্তাধিকারী আবুল খায়ের, আই টি সেন্টারের স্বত্তাধিকারী মুরাদ হোসেন, মহিব এন্ড সন্স এ-র স্বত্তাধিকারী মোঃ জামাল উদ্দিন, নোভা মেডিকেল সার্ভিসেসের চেয়ারম্যান জহিরুল ইসলাম, এম এম ফার্নিচার এর স্বত্তাধিকারী মোঃ সালাহউদ্দিন, তাহিয়া এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী ফয়েজ আহমদ, একতা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী জহিরুল ইসলাম, আরাফাত ফার্মেসীর স্বত্তাধিকারী আবুল হাসনাত নাঈম, ঐতিহ্য গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম, নোভা মেডিকেল সার্ভিসেসের এম ডি নুরুল হুদা, রেক্সিন গ্যালারির স্বত্তাধিকারী মোঃ আব্দুল মান্নান, মহিব এন্ড সন্স এ-র স্বত্তাধিকারী মোঃ জামাল উদ্দিন, জনি এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী এ আর বিপ্লব, আধুনিক হোটেলের স্বত্তাধিকারী মোঃ আবু তাহের, মডার্ন ফার্মেসীর স্বত্তাধিকারী মোঃ কবির হোসেন, চ্যানেল ফ্যাশন এর পরিচালক মোঃ নাসির উদ্দীন, দি ম্যান শো’র স্বত্তাধিকারী আহসান উল্লাহ, নূহা মেডিসিন কর্নার এ-র স্বত্তাধিকারী মোঃ মমিন উল্লাহ, তাকওয়া ফ্যাশন এ-র স্বত্তাধিকারী এমরান হোসাইন, দেওয়ান গার্মেন্টসের স্বত্তাধিকারী দেওয়ান মো ইউছুপ, রামগঞ্জ আধুনিক হাসপাতালের এমডি নাজমুল হাসান পাটওয়ারী, স্কলার কম্পিউটার এর স্বত্তাধিকারী শরাফাত হোসেন, জাকির ট্রেডার্স এর স্বত্তাধিকারী জাকির হোসেন সবুজ, মনোরম প্রিন্টিং এর স্বত্তাধিকারী মোঃ মামুন, পাল ইলেকট্রনিকস এর স্বত্তাধিকারী মোঃ হাসান পাল, বিসমিল্লাহ গ্রিল ওয়ার্কশপের স্বত্তাধিকারী গোলাম মাওলা, মিষ্টি মেলা এর স্বত্তাধিকারী মোঃ শাহাবুদ্দিন, উপকূল ট্রেডার্স এর স্বত্তাধিকারী ওসমান গনি, ফ্যাশন হাউজ এর স্বত্তাধিকারী ফাসায়েতুর রহমান, বিসমিল্লাহ লাইব্রেরির স্বত্তাধিকারী আব্দুল হাকিম, আল বারাকা লাইব্রেরির স্বত্তাধিকারী হিফজুর রহমান, তানিয়া সেনেটারীর স্বত্তাধিকারী আমির হোসেন, বিসমিল্লাহ আয়রন এ-র স্বত্তাধিকারী মোঃ গোলাম মোস্তফা জহির, এস ইউ ট্রেডার্স এর স্বত্তাধিকারী মোঃ কামরুজ্জামান, এস এ এম্বুল্যান্স এ-র স্বত্তাধিকারী মোঃ শাহাজান, আধুনিক ফার্নিচারের স্বত্তাধিকারী ফিরোজ আলম, সায়মা থাই এন্ড এলুমিনিয়াম এ-র স্বত্তাধিকারী সাইফুল ইসলাম, শাহাজান ষ্টোরের স্বত্ত্বাধিকারী আবদুর রহিম শাহাজান ও জাফর ক্লথের স্বত্ত্বাধিকারী জাফর আহম্মদ প্রমূখ।।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031