৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সুন্দরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অভিযোগ
প্রকাশিত জুন ২৭, ২০১৯
সুন্দরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রিত অজ্ঞাতনামা যুবকের মরদেহ পাওয়ায় যায়।

তার কোন ওয়ারিশ না থাকায় বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান-ই মফিদুল ইসলাম’র নিকট হস্তান্তর করা হয়েছে।

২৫ জুন মঙ্গলবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (নয়া পাড়া) গ্রামের এ ঘটনা ঘটে।

ওই গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী বৃদ্ধা রেহেনা বেগমের শয়ন ঘর থেকে অজ্ঞাত ঐ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

২৬ জুন বুধবার বিকালে ময়না তদন্ত শেষে আঞ্জুমান-ই মফিদুল ইসলামের নিকট হস্তান্তর।

এব্যাপারে এসআই জহুরুল ইসলাম জানান, গত সোমবার রাতে বৃদ্ধা রেহেনা বেগম
বামনডাঙ্গাস্থ হল মোড় নামক বাজার থেকে বাড়ি ফেরার সময় ঐ যুবক বৃদ্ধার বাড়িতে থাকার জন্য আশ্রয় নেন। যুবকের অনুরোধে শুনে বৃদ্ধা রেহেনা বেগম তাকে নিজ
বাড়িতে নিয়ে গিয়ে নাতি সাগর মিয়ার (১০) সঙ্গে আলাদা ঘরে থাকতে দেন। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।

স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা ঐ যুবকের বয়স হবে আনুমানিক ২৪ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, পরনে ছিল জিন্সের প্যান্ট ও প্রিন্টের গোল গলা গেঞ্জি।

বৃদ্ধা রেহেনা বেগম নাতী সাগর মিয়াকে নিয়ে বাড়িতে থাকেন। যুবকের ঠিকানা বা ওয়ারিশ না পাওয়া বেওয়ারিশ হিসেবে তার মরদেহ আঞ্জুমান-ই-মফিদুল ইসলাম’র নিকট হস্তান্তর করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান. এব্যাপারে থানায় একটি ইউডি মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media
May 2023
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031